1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থাপত্যের মধ্যেও প্রকৃতির ছোঁয়া

২৮ ডিসেম্বর ২০২০

জনসংখ্যার বেড়ে চলা চাপ সত্ত্বেও শহরের পরিবেশ উপভোগ্য করে তুলতে স্থপতিরা নানা রকম পরীক্ষানিরীক্ষা করেন৷ যেমন বায়োফিলিক শৈলির আওতায় প্রকৃতিকে কেন্দ্র করে নির্মাণের অভিনব প্রচেষ্টা বেশ অভিনব৷

https://p.dw.com/p/3nHYU
DW euromaxx 13. + 14.11.2020 KW 46
ছবি: DW

‘বায়োফিলিক আর্কিটেকচার' শৈলির মৌলিক বৈশিষ্ট্য অনুযায়ী কোনো ভবন তৈরি করলে সেটির বৈশিষ্ট্য চোখ এড়ায় না৷ সিমেন্টের বদলে কাঠ, প্রান্তের বদলে বক্ররেখার মতো স্থাপত্যেরএই শৈলি জীবনের প্রতি ভালবাসার প্রতিফলন ঘটায়৷

জাকোমো গার্সিয়ানো নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে ‘ফ্রিবুটার' প্রকল্পের স্থপতি৷ তিনি বলেন, ‘‘প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলা বায়োফিলিক শৈলির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য৷ প্রকৃতির কোনো বৈশিষ্ট্য নকল করে অথবা প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত, এমন আরও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আমরা সেটা সৃষ্টি করেছি৷ আদর্শ আলোকপাত ও ব্যক্তিগত জায়গা আলাদা করতে গোটা ভবন জুড়ে কাঠের পর্দা ছড়িয়ে রয়েছে৷ এক বছর ধরে সূর্যের আলোর গতিবিধি পর্যবেক্ষণ করে সেই পর্দা নিখুঁতভাবে সাজানো হয়েছে৷''

ভেতর ও বাইরের অংশের মধ্যে সীমানা ঘুঁচিয়ে তোলা বায়োফিলিক স্থাপত্যের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য৷ ‘ফ্রিবুটার' ভবনের বিশেষ নির্মাণশৈলির ফলে নির্মাণের ব্যয় ছিল প্রচলিত ভবনের তুলনায় দশ শতাংশ বেশি৷ দুটি ১২০ বর্গ মিটার ইউনিটে একটি করে পরিবার বাস করে৷ অভিনব পরিবেশের পাশাপাশি আধুনিক প্রযুক্তির দৌলতে জ্বালানীর ব্যয় প্রায় শূন্য৷ ‘ফ্রিবুটার' ভবনের বাসিন্দা এস্টার ডানিং বলেন, ‘‘এই ঘরটি আমার বিশেষ পছন্দের, কারণ সারাদিন সূর্যের আলো ঘোরাফেরা করে দিনের শেষে এখানে শেষ হয়৷ ঘরের আলো খুবই সুন্দর৷''

সবুজকে সাথে নিয়ে চলে যে স্থাপত্য

শুধু আমস্টারডাম নয়, অন্য অনেক জায়গায়ই পরিবেশবান্ধব পদ্ধতিতে নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে৷ মালিক ও স্থপতিরা চারপাশের প্রকৃতিকে সম্পৃক্ত করারও চেষ্টা করছেন৷ তবে সব ক্ষেত্রে ‘বায়োফিলিক স্থাপত্য'-এর প্রয়োগ হচ্ছে না৷

জাকোমো গার্সিয়ানো ইতোমধ্যে আরও বড় আকারের প্রকল্পের কথা ভাবছেন৷ যেমন বর্তমানে ‘মাইটোসিস' নামের প্রকল্পের আওতায় তিনি এমন সব মডিউল তৈরি করছেন, যেগুলি প্রয়োজন অনুযায়ী সম্প্রসারণ করা যায়৷ জাকোমো বলেন, ‘‘এর এত সুবিধা রয়েছে এবং এই ধরনের ভবনের বিপুল চাহিদাও রয়েছে৷ ভবিষ্যতে বায়োফিলিক মনোভাব নিয়ে আরও ভবন ডিজাইন করা হবে বলে আমি মনে করি৷''

‘ফ্রিবুটার' ভবনের বাসিন্দাদের মনে নিজেদের জীবনযাত্রার মানের উন্নতি সম্পর্কে কোনো সন্দেহ নেই৷ ‘বায়োফিলিক স্থাপত্য' সবুজ ও সার্বিক৷

এই কনসেপ্ট বা মনোভাব অত্যন্ত ভবিষ্যতমুখিও বটে৷

ইয়েন্স ফন লার্খার/এসবি