স্বপ্নের বিদেশযাত্রা: দশটি সেরা গন্তব্য
স্বপ্নের বিদেশযাত্রার দশটি সেরা গন্তব্য খুঁজে বার করেছে ‘লোনলি প্ল্যানেট’, যে ট্র্যাভেল গাইডটি বিশেষ করে ব্যকপ্যাকারদের খুব প্রিয়৷
১০. দূর বহু দূর... সেন্ট হেলেনা
দক্ষিণ অতলান্তিকের সবচেয়ে দূর দ্বীপগুলির মধ্যে পড়ে সেন্ট হেলেনা৷ অ্যাঙ্গোলার উপকূল থেকে দু’হাজার কিলোমিটার দূরে সেন্ট হেলেনায় এতদিন পর্যন্ত শুধু সমুদ্রপথে যাওয়া যেতো৷ আগামী বছর থেকে একটি বিমানবন্দর যুক্ত হতে চলেছে৷
৯. ব্রাজিলের সবুজ উপকূল
রিও ডি জানিরোর দক্ষিণে ব্রাজিলের কোস্টা ভার্দে বা সবুজ উপকূল৷ এখানে পাওয়া যাবে গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য ও সেই সঙ্গে বিশ্বের কিছু অপরূপ সমুদ্রসৈকত৷ ‘লোনলি প্ল্যানেট’ এবার তাদের তালিকা তৈরি করার সময় এমন সব গন্তব্যের খোঁজ করেছে, যেগুলি এখন পর্যন্ত নজর এড়িয়ে গেছে৷
৮. বাভেরিয়ার মানুষজন
নয়শোয়ানস্টাইন ক্যাসল থেকে শুরু করে রাজধানী মিউনিখ অবধি, জার্মানির বাভেরিয়া রাজ্যে দর্শনীয় বস্তু বা আকর্ষণের কোনো অভাব নেই৷ যেমন ধরা যাক বিখ্যাত অক্টোবরফেস্ট...
৭. ব্লু হাওয়াই
না, সেটা তো ছিল এলভিস প্রেসলি-র ১৯৬১ সালের ছবি৷ হাওয়াই হল মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য৷ হনোলুলু’র ওয়াইকিকি বেলাভূমির নাম শোনেননি, এমন কেউ আছেন কি? পলিনেশিয়ান সংস্কৃতির ছোঁয়াচ লেগে রয়েছে এই ‘আলোহা স্টেটে’৷
৬. ফ্রান্সের ওভার্নিয়ে’র আগ্নেয়গিরি অঞ্চল
প্যারাগ্লাইডারদের কাছে খুবই প্রিয়৷ সর্বোচ্চ চূড়াটি হল পুই দ্য ডোম, যেখান থেকে প্যারাগ্লাইডাররা তাদের উড়াল শুরু করেন৷ নয়তো ট্রেকিং গোত্রীয় অন্যান্য প্রকৃতি-ঘেঁষা গতিবিধির কোনো অভাব নেই৷
৫. নিউজিল্যান্ডের ওয়াইহেকে দ্বীপ
অকল্যান্ড শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে৷ নানা ধরনের গোপন খাড়ি আর সোনালি বালুচর৷ ওয়াইহেকে হিচহাইকারদের কাছে যেমন জনপ্রিয়, তেমনই যারা ওয়াইন পছন্দ করেন, তাদের প্রিয় - কেননা দ্বীপটিতে আঙুরচাষ আর ওয়াইন তৈরি, দু’টি প্রথাই বর্তমান৷
৪. ইটালির ফ্রিউলি অঞ্চল মানে শুধু ওয়াইন নয়
উত্তর-পূর্ব ইটালির এই অঞ্চলটি তার হোয়াইট ওয়াইনের জন্য বিখ্যাত৷ আল্পস পর্বতমালা আর এড্রিয়াটিক সাগরের মধ্যে অবস্থিত এলাকাটির মৃদু আবহাওয়া, ডলোমাইট পর্বতাঞ্চলের প্রাকৃতিক দৃশ্য, সেই সঙ্গে সাগরের তীরে প্রশস্ত বেলাভূমি টুরিস্টদের টানে ও টানবে৷
৩. কিউবা’র ভালিয়ে দে ভিনিয়ালেস
রাজধানী হাভানা’র পশ্চিমে অবস্থিত এই দশ কিলোমিটার লম্বা, চার কিলোমিটার চওড়া উপত্যকাটি ইউনেস্কো’র স্বীকৃতি পায় ১৯৯৯ সালে৷ ছোটচাষিরা আজও এখানে তামাকের চাষ করে থাকেন৷
২. আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল
প্রকৃতিপ্রেমীদের স্বর্গ৷ আগ্নেয়গিরি, ফিয়র্ড, সমুদ্রসৈকত, কি নেই এখানে৷ ‘গুইডলফস’ বা গোল্ডেন ফলস বিশ্বের সবচেয়ে চমকপ্রদ জলপ্রপাতগুলির মধ্যে পড়ে৷
১. ড্র্যাকুলার বাড়ি যেখানে
রোমানিয়া’র ট্র্যান্সিলভানিয়া এলাকার মূল আকর্ষণ আজ আর রক্তচোষা কাউন্ট ড্র্যাকুলা নন, বরং নেকড়ে, ভাল্লুক ইত্যাদি বন্যপ্রাণী৷ কার্পেথিয়ান পর্বতমালার এই অংশে আজও ঘোড়ায় টানা গাড়ি দেখতে পাওয়া যায়৷ গা ছমছম করা ক্যাসল ছাড়াও ট্র্যান্সিলভানিয়ায় আজ শিল্পকলা, সংস্কৃতি বা আমোদপ্রমোদ, কোনো কিছুরই অভাব নেই৷