1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামবুর্গ নগরীর ক্লাব হামবুর্গার এসভি

২০ আগস্ট ২০১০

পুরো নাম হামবুর্গার স্পোর্ট ফেরাইন, তবে সংক্ষেপে হামবুর্গ বলে পরিচিত বুন্ডেসলিগার এই দলটি৷ গত মৌসুমে দলটি শুরুর দিকে বেশ ভালো খেলা দেখালেও পরে তা আর ধরে রাখতে পারেনি৷ ফলে সপ্তম স্থানে নেমে যেতে হয় তাদের৷

https://p.dw.com/p/OsE9
Hamburger SV
ছবি: picture-alliance / dpa

এছাড়া ইউরোপা লিগ ফাইনালেও তারা পৌঁছতে পারেনি, অথচ ফাইনালটি হয়েছে তাদের নিজস্ব স্টেডিয়ামে৷ তাই এবার সেসব হতাশা ঝেড়ে ফেলতে প্রস্তুত বন্দরনগরী হামবুর্গের এই বহু পুরনো ক্লাবটি৷

এবার প্রস্তুতিটাও বেশ ভালো হয়েছে বলে মনে হচ্ছে৷ বুন্ডেসলিগা শুরুর মাত্র আড়াই সপ্তাহ আগে তারা এক ফ্রেন্ডলি ম্যাচে হারিয়েছে ইংলিশ লিগের জায়ান্ট ক্লাব চেলসিকে৷ সেই হিসেবে এবারের বুন্ডেসলিগায় একটি বাড়তি অনুপ্রেরণা থাকবে রুদ ফান নিস্টলরয়ের দলের৷ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকারই হবেন দলের আক্রমণভাগের মূল ভরসা৷ এছাড়া দলের নতুন কোচ হিসেবে এসেছেন আর্মিন ভেহ৷ গত মৌসুমে ভোল্ফসবুর্গে মাত্র চার মাস কাটিয়েছিলেন এই কোচ৷ এছাড়া নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে হাইকে ভেস্টারমানের৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - ফ্রাংক রোস্ট, রক্ষণভাগ - ডেনিস আওগো, ইওরিস মাথিয়েন, হাইকো, ডেনিস ডিকমায়ার, মধ্যমাঠ - এলয়েরো এলিয়া, ডেভিড ইয়ারোলিম, জে রবার্তো, পিওত্র ত্রচোভস্কি, আক্রমণভাগ - রুদ ফান নিস্টলরয়, ম্লাদেন পেট্রিক৷

তারকা খেলোয়াড় : রুদ ফান নিস্টলরয়

সম্ভাব্য ফর্মেশন : ৪-৪-২

কোচ : আর্মিন ভেহ

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ