হারিবো চকলেট বিক্রি করতে চায় না জার্মান সুপারমার্কেটগুলো
৪ অক্টোবর ২০২০কোম্পানিটির চকলেট কেউ বিক্রি বন্ধ করে দিয়েছে, আবার কেউ কমিয়ে দিয়েছে৷ জার্মানির জনপ্রিয় সুপারমার্কেট লিডল তাদের দোকানে গত আগস্ট মাস থেকেই চকলেটটি বিক্রি বন্ধ রেখেছে৷ একই পথে হাঁটছে আরেক সুপার মার্কেট এডেকা৷ তারা হারিবোর চকলেট বিক্রি শতকরা ৪০ ভাগ কমিয়ে দিয়েছে৷
দেশটির গণমাধ্যমে বলা হয়, ৩৫০ গ্রাম গামি বিয়ার চকলেটের প্যাকেটের দাম দশ সেন্ট বাড়িয়েছে হারিবো৷ অর্থাৎ ৩৫০ গ্রামের প্যাকেটটির মূল্য এক দশমিক এক নয় ইউরো থেকে বাড়িয়ে এক দশমিক দুই নয় ইউরো করেছে তারা৷ প্রতিষ্ঠানটি বলছে, কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই পণ্যটির দাম বাড়িয়েছে তারা৷
দাম বাড়ানোর কারণে খুচরা বিক্রেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্কের অবনতির বিষয়টি স্বীকার করেছে হারিবো৷ জার্মানির লেবেনসমিট্টেলসাইটুং পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে হারিবো জানায়, খুচরা বিক্রেতাদের সাথে তাদের তীব্র দরকষাকষি চলছে৷
করোনা ভাইরাসের কারণে জার্মানির অর্থনীতিতে ধাক্কা লাগায় পণ্যের দাম বৃদ্ধির এ বিষয়টি সহজভাবে নেয়নি অনেকেই৷
আরআর/ডাভে রাইস