1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৯৭২-১৯৭৫: এক জার্মান কূটনীতিকের চোখে বঙ্গবন্ধু ও বাংলাদেশ

১৪ আগস্ট ২০২১

১৯৭২ সালে ঢাকায় জার্মান দূতাবাস খোলার পরপরই যোগ দিয়েছিলেন তরুণ কর্মকর্তা এয়ারহার্ড সান্ডার৷ বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা তিনি দেখেছেন কাছ থেকে৷ কেমন ছিল সে সময়ের বাংলাদেশ, জার্মানির সঙ্গে সম্পর্কইবা কেমন ছিল? ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন তিনি এমন সব বিষয়ে৷

https://p.dw.com/p/3z05k

এই কূটনীতিক এখন বাস করেন বন শহরের কাছে ক্যোনিগসভিন্টারে৷ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর এখানকারই একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা৷