২০২২ ফুটবল বিশ্বকাপের সেরা একাদশ
বিশ্বকাপের সেরা একাদশে কে কে থাকবেন? বিশ্লেষকরা মেসি বা এমবাপ্পের একাদশে থাকা নিয়ে সংশয়হীন হলেও, একমত নন অনেকের ব্যাপারে৷ সব বিশ্লেষণ করে এই সেরা একাদশ দাঁড় করিয়েছেন ডয়চে ভেলের যুবায়ের আহমেদ৷
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া)
আর্জেন্টিনার এমি মার্টিনেজ বা মরক্কোর বোনোর সঙ্গে পাল্লা দিয়ে বেশিরভাগ ক্রীড়া বিশ্লেষকের তালিকায় গোলরক্ষকের জায়গাটি ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচের৷ জাপানের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তিনি তিনটি বল সেভ করেন এবং পরে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রডরিগোর বল ঠেকিয়ে দিয়ে দলকে জয়ের পথ দেখান৷ এছাড়া টুর্নামেন্টে বেশ কয়েকটি অসাধারণ সেভ করেন তিনি৷
রাইট ব্যাক: আশরাফ হাকিমি (মরক্কো)
বেশিরভাগ বিশ্লেষকদের তালিকায় আছেন মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি৷ মরক্কোর বিশ্বকাপের সাফল্যের অন্যতম দাবিদার পিএসজির হাকিমি৷
লেফট ব্যাক: মার্কোস আকুনা (আর্জেন্টিনা)
লেফট ব্যাক হিসেবে বেশ কয়েকজনের নাম এসেছে৷ তাদের মধ্যে ফ্রান্সের থিও হার্নান্দেজও এগিয়ে আছেন৷ ইংল্যান্ডের লুক শয়ের নামও বলছেন কেউ কেউ৷ তবে মাঠে মার্কোস আকুনার অল রাউন্ড পারফরম্যান্সের কারণে তাকেই এই জায়গার জন্য বেছে নিয়েছেন একাধিক বিশ্লেষক৷
সেন্টার ব্যাক: জোসকো গভারদিওল (ক্রোয়েশিয়া)
মাস্ক পরা জোসকো গভারদিওল নজর কেঁড়েছেন সবার৷ সেমিফাইনালে লিওনেল মেসির কাছে বিশেষ করে তৃতীয় গোলের সময় যেভাবে ধরাশায়ী হয়েছেন, তাতে তার কিছুটা সমালোচনা হলেও, বিশ্বকাপে বাদবাকী ম্যাচে বেশ ভালো খেলেছেন৷ তাই তাকে একাধিক বিশ্লেষক রেখেছেন একাদশে৷
সেন্টার ব্যাক: হ্যারি ম্যাগুয়ার (ইংল্যান্ড)
বরাবরই আন্তর্জাতিক ফুটবলে ভালো খেলেন হ্যারি ম্যাগুয়ার৷ ইংলিশদের রক্ষণভাগ আগলে রেখে এবারও তার সাক্ষর রেখেছেন তিনি৷ সেন্টার ব্যাকে আরো যাদের নাম এসেছে, তাদের মধ্যে আর্জেন্টিনার ওটামেন্ডি ও ফ্রান্সের রাফায়েল ফারানে অন্যতম৷
মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত (মরক্কো)
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশ কয়েকজনের তালিকায় রয়েছে এই মরোক্কানের নাম৷ এই ২৬ বছর বয়সি শুধু খেলাটাকেই ভালো করে পড়তে পারেন তাই নয়, ট্যাকলিংও জানেন ভালো৷
মিডফিল্ডার: জুড বেলিংহাম (ইংল্যান্ড)
ইংলিশ সৃজনশীল মিডফিল্ডার জুড বেলিংহামের নাম এসেছে একাধিক তালিকায়৷ তার খাতায় আমরাবাত বা সুয়ামেনির চেয়ে বেশি ট্যাকল, মডরিচের চেয়ে বেশি অ্যাসিস্ট, ডি ব্রয়নের চেয়ে বেশি টেকঅনের সংখ্যা লেখা আছে৷ তাকে বলা হয় কমপ্লিট প্যাকেজ৷
মিডফিল্ডার: অ্যান্টয়েনে গ্রিজমান (ফ্রান্স)
বলা হচ্ছে, গ্রিজমানই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে যাচ্ছেন৷ গত বিশ্বকাপেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই প্লেমেকার, এবার সেটি ছাড়িয়ে গেছেন৷ শুধু গ্রুপ পর্বেই ১১টি সুযোগ সতীর্থদের তৈরি করে দিয়ে সবার চেয়ে এগিয়ে গেছেন তিনি৷ অধিকাংশ বিশ্লেষকই তাকে তালিকায় রেখেছেন৷
স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
২৩ বছর বয়সে পরপর দুই বিশ্বকাপের ফাইনাল খেলা চাট্টিখানি কথা নয়৷ সেই কাজটি করেছেন কিলিয়ান এমবাপ্পে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে৷ দুই বিশ্বকাপে তার গোলসংখ্যা ১২৷ তাই একাদশে তিনি থাকবেনই, সেটা না বললেও চলে৷
স্ট্রাইকার: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
লিওনেল মেসি সর্বকালের সেরাদের একজন৷ এবারের বিশ্বকাপে গোল করা, অসাধারণ দক্ষতায় অ্যাসিস্ট করা এসব ছাড়িয়েও তিনি হয়েছেন নেতা মেসি৷ তার আবেগ আর একাগ্রতা দলকে করেছে উজ্জীবিত৷
স্ট্রাইকার: ইউলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা)
ফ্রান্সের জিরু না আর্জেন্টিনার আলভারেজ? একাদশে কে হবেন আরেক স্ট্রাইকার? দু’জনেরই নাম এসেছে একাধিক তালিকায়৷ তবে বেশি এসেছে আলভারেজের নাম৷ যদিও জিরু বেশি শট নিয়েছেন, তবে ‘ইমপ্যাক্ট’ বেশি ছিল আলভারেজের৷