অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা বণ্টন
প্রকাশিত ৯ আগস্ট ২০২৪শেষ আপডেট ৯ আগস্ট ২০২৪আপনারা যা জানা দরকার
বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং আরো ১৩ উপদেষ্টা৷
উপদেষ্টাদের মধ্যে শুক্রবার দপ্তর বন্টন করা হয়েছে৷
সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করতে 'সহকারী উপদেষ্টা'
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবিকদের সঙ্গে কথা বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলো এ তথ্য জানিয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। এখন কীভাবে তাঁরা সম্পৃক্ত থাকবেন, কাঠামো কী হবে, সেটা পরবর্তী সময়ে চিন্তা করা হবে।
মন্ত্রণালয়গুলোতে কীভাবে ছাত্ররা সম্পৃক্ত থাকবেন, সে বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল; সেটি হলো ‘সহকারী উপদেষ্টা’ বা এ রকমভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির সুযোগ থাকা; সেই ব্যবস্থাটি থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আরও বলেন, উপদেষ্টা পরিষদে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। একই সঙ্গে পর্যবেক্ষণ ও তদারকির জন্য এবং ছাত্রদের কণ্ঠ থাকার জন্য দুজন ছাত্র প্রতিনিধিও এই উপদেষ্টা পরিষদে রয়েছে। এর পাশাপাশি সামনের দিনে ছাত্র প্রতিনিধিরা অন্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
ঢাকার ২৯ থানায় কার্যক্রম শুরু
তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ঢাকা মহানগরের ২৯টি থানায় আবার কার্যক্রম শুরু হয়েছে। তবে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ডিএমপির ২১ থানার কার্যক্রম শুরু হয়নি।
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, রমনা, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, কোতোয়ালি, চকবাজার, সূত্রাপুর, ডেমরা, গেন্ডারিয়া, মতিঝিল, সবুজবাগ, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, হাতিরঝিল, শাহ আলী, কাফরুল, ভাষানটেক, দারুসসালাম, রূপনগর, ক্যান্টনমেন্ট, বনানী, উত্তরা পশ্চিম, উত্তরখান ও বিমানবন্দর থানার কার্যক্রম শুরু হয়েছে।
অনেক থানাতেই দেখা গেছে পুলিশ সদস্যদের সাদা পোশাকে কাজ করতে। বিভিন্ন থানার বাইরে সেনাসদস্যদের পাহারা দেয়ার তথ্যও জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যম।
জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা৷
সকাল ১০টার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৷ প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন৷ এরপর অন্য ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷
সাভার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আবার ঢাকার উদ্দেশে রওনা দেন৷
বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা৷
অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা বণ্টন
মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও প্রতিরক্ষা, জ্বালানি, শিক্ষা, জনপ্রশাসন, বাণিজ্য, প্রবাসী কল্যাণ, তথ্য ও সম্প্রচার, বাণিজ্যসহ মোট ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব নিজেই নিয়েছেন ড. ইউনূস৷
বৃহস্পতিবার রাতো শপথ নেয়া ১৩ উপদেষ্টার মধ্যে সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব৷ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল৷ শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মো. তৌহিদ হোসেনকে, স্বরাষ্ট্রের দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন৷ এছাড়া, আ ফ ম খালিদ হোসেনকে ধর্ম, ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ, নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে৷
উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি মো. নাহিদ ইসলামকে দেয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব৷
এডিকে/এপিবি