1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবরুদ্ধ ফ্রান্স: তেল নেই, আবর্জনা আর নোংরা বর্জ্যে ভুতুড়ে পরিবেশ

২১ অক্টোবর ২০১০

লাগাতার ধর্মঘট চলছে ফ্রান্সে৷ আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার, বিক্ষোভকারীরা এখনো মাঠে বিরোধের এখনো কোন নিষ্পত্তি হয়নি৷ আজ ফ্রান্সের মার্সেই বিমান বন্দরে অবরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/PjrV
তেল ডিপো থেকে লরি বের হচ্ছে পুলিশের প্রহরায়ছবি: AP

টানা আটদিন ধরে বিক্ষুব্ধ, অস্থিতিশীল এক প্রতিবাদমুখর ফ্রান্সকেই বিশ্ববাসী দেখছেন৷ বিশ্বে'র সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ফ্রান্সে আজ বৃহস্পতিবারও বিক্ষোভকারীরা তাঁদের দাবি দাওয়ার পক্ষে মার্সেই বিমানবন্দরে ঢোকার বেশ কয়েকটি অংশ অবরোধ করে বসে রয়েছেন৷ এদিকে জানা গেছে, ফ্রান্সের সিনেট সম্ভবত পেনশনের বয়স বাড়ানোর বিতর্কটিকে ধামাচাপা দিয়ে সামনের বুধবারের দিকে ভোটাভুটির মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি করতে যাচ্ছে৷

জানা গেছে, মার্সেই বিমানবন্দরের কয়েকটি অংশে বিক্ষোভকারীরা অবরোধ সৃষ্টি করলেও এর প্রভাব টার্মিনালে যাওয়ার প্রায় সবগুলো পথের ওপরেই পড়েছে৷ মার্সেই বিমানবন্দরে ঢোকা কিম্বা বেরোনোর পথ এখন আক্ষরিক অর্থেই বন্ধ৷ জানা গেছে, টানা এই ধর্মঘটের কারণে ফ্রান্সের রাস্তায় জমে ওঠা বর্জ্যের দুর্গন্ধে টেকা যাচ্ছে না৷ মার্সেই শহরের রাস্তাগুলো স্তূপাকার আবর্জনায় ভরে উঠেছে৷ বর্জ্য সংগ্রহের কোন গাড়ি রাস্তায় চলতে না পারার কারণেই এই নয়দিনে চারপাশের এ'হাল হয়েছে৷

নিরবিচ্ছিন্নভাবে চলা নয়দিনের এই ধর্মঘটে আজ বৃহস্পতিবারেও বহুকাঙ্খিত মহার্ঘ সেই জ্বালানি তেল মেলেনি৷ অধিকাংশ তেলের পাম্পগুলো জ্বালানির অভাবে হাপিত্যেশ করছে৷ তেল নেই, আবর্জনা আর নোংরা বর্জ্যে এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে ফ্রান্সের মার্সেই সহ অধিকাংশ নগরেই৷ তিলোত্তমা প্যারিসেরও প্রায় একই বেহাল দশা৷

Frankreich Proteste Oktober 2010 Flash-Galerie
দাঙ্গা পুলিশের অ্যাকশানছবি: AP

বিমানবন্দর টার্মিনালে পৌঁছানোর রাস্তার মুখে বিক্ষোভকারীদের অবস্থান নেওয়ার কারণে এবং অবরোধকারীদের বিক্ষুব্ধ মিছিল জায়গায় জায়গায় রাস্তা আটকানোর ফলে মার্সেই বিমান বন্দরের কাছের বড় রাস্তাটিতে দীর্ঘ এক কিলোমিটার লম্বা ট্রাফিক জমেছে৷ কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়নি বলেই জানা গেছে৷ অনেককেই রাস্তায় গাড়ি ফেলে রেখেই বিমানবন্দর টার্মিনালের দিকে ছুটতে দেখা গেছে৷

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কঠোর হুঁশিয়ারির তোয়াক্কা না করেই বিক্ষোভকারীরা তাদের রাস্তার দখল এখনো ছাড়েনি৷ মার্সেই বিমান বন্দরের ঢোকার মুখে পুলিশ-বিক্ষোভকারীর ধাওয়া পাল্টা ধাওয়ার লুকোচুরি চলছে৷ আটকে পড়া যাত্রীদের অনেকেই বিভিন্নভাবে আশ্রয়ে ফেরার চেষ্টা করছেন৷ জানা গেছে, এই অবরোধের কারণে গায়িকা লেডি গাগাও নাকি তার সাম্প্রতিক প্যারিস সফরটি বাতিল করেছেন৷

উল্লেখ্য, পেনশনের বয়স ষাট থেকে ২ বছর বাড়িয়ে ৬২ করার সরকারি পরিকল্পনাটির প্রতিবাদে সারা ফ্রান্স জুড়ে অবরোধ আর বিক্ষোভ দাবানলের মতোই ছড়িয়ে পড়েছে৷ দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের প্রভাবে সৃষ্ট হয়েছে জ্বালানি সংকট, গত মঙ্গলবারের দিনব্যাপী বিক্ষোভে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পাশাপাশি গাড়ি ও স্কুটার পোড়ানো, পুলিশ, একজন কিশোরী এবং এক ফটো-সাংবাদিক আহত হওয়ার ঘটনা এবং পুলিশের কাঁদানে গ্যাস ছোঁড়ার ঘটনা ঘটেছিল৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক