অলিম্পিকে ‘প্রথম’ বাংলাদেশের সিদ্দিকুর এবং ...
অলিম্পিক গেমস শুরু হতে ক’দিন মাত্র বাকি৷ রিও ডি জানেরো তাই সেজে উঠছে অলিম্পিকের সাজে৷ অনেক অভিনব বিষয়, নতুনত্ব থাকবে খেলাধুলার সবচেয়ে বড় এ আয়োজনে৷ চলুন সংখ্যা দিয়ে জেনে নেয়া যাক অলিম্পিকের মজার কিছু বিষয়৷
১. ‘প্রথম বাংলাদেশ’
বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেবেন গলফার সিদ্দিকুর রহমান৷ সর্বশেষ প্রকাশিত অলিম্পিক র্যাংকিং এভাবে ইতিহাসে স্থান করে নেয়ার সুযোগ দিয়েছে তাঁকে৷অলিম্পিকের র্যাংকিংয়ের সেরা ৬০ জন মূল প্রতিযোগিতায় সরাসরি অংশ নিতে পারেন৷ সিদ্দিকুর হয়েছেন ৫৬তম৷ অলিম্পিক ইতিহাসে এটা হয়ত বড় কিছু নয়, তবে বাংলাদেশের জন্য সিদ্দিকুরের এ অর্জন নিশ্চয়ই এক বড় প্রাপ্তি৷
১
এবারই প্রথম অলিম্পিকে অংশ নেবে শরণার্থীদের নিয়ে গড়া দল৷
২০৬
২০৬টি দেশ অংশ নেবে এবারের অলিম্পিকে৷
১৭০০০
এবারের আসরের বিভিন্ন ইভেন্টে অংশ নেবে ১৭ হাজার ক্রীড়াবিদ৷
৭৮০০০
অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে মারাকানা স্টেডিয়ামে৷ মোট ৭৮ হাজার দর্শকের আসন রয়েছে মারাকানায়৷
৭৫০০০০০
এ পর্যন্ত মোট ৭৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে৷ কত মানুষ সরাসরি খেলাধুলার সবচেয়ে বড় এ আয়োজন দেখবেন তা বিক্রি হয়ে যাওয়া টিকিটের সংখ্যা থেকেও কিছুটা অনুমান করা যায়৷
১০
অলিম্পিক উপলক্ষ্যে ব্রাজিলে প্রায় ১০ মাইল, অর্থাৎ ১৬ কিলোমিটার দৈর্ঘের মেট্রোরেল পথ বেড়েছে৷
২৫০০০
ব্রাজিলে অনুষ্ঠেয় এবারের অলিম্পিক কাভার করবেন মোট ২৫ হাজার সাংবাদিক৷
৫০০০০০
অলিম্পিকের সময় প্রায় ৫ লাখ পর্যটক থাকবে ব্রাজিলে৷
৮০০০০
অলিম্পিক ভিলেজে থাকবে মোট ৮০ হাজার চেয়ার৷
৪০০
অলিম্পিক ফুটবলে ব্যবহৃত হবে মোট ৪০০টি ফুটবল৷
৪৫০০০০
ক্রীড়াবিদদের জন্য মোট সাড়ে চার লাখ কনডমের ব্যবস্থা রেখেছে আয়োজকরা৷ হিসেব করে দেখা গেছে, প্রত্যেক ক্রীড়াবিদ চাইলে দিনে দু’টি করে পুরো আসর মিলিয়ে মোট ৪১টি কনডম ব্যবহার করতে পারবেন৷ রিও ডি জানেরোতে অলিম্পিক গেমস শুরু হবে আগামী ৫ আগস্ট৷ আসর শেষ হবে ২১ আগস্ট৷