1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপলকে খোঁচা দিল স্যামসাং!

৮ নভেম্বর ২০১৭

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের উদ্ভাবিত আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বাজারে এনেছে আইফোন ১০৷ অ্যাপলের দাবি, এই ‘এক্স' মডেলটি এখনো পর্যন্ত শ্রেষ্ঠ আইফোন৷ আইফোন ব্যবহারকারীদের মনোযোগও তাই এই ফোনের ফিচার যাচাইয়ে৷

https://p.dw.com/p/2nFLM
Australien Erste Kunden kaufen iPhone X
ছবি: Reuters/D. Gray

আইফোন ‘এক্স' যখন বাজার মাতাচ্ছে, তখন আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান স্যামসাং এ নিয়ে তৈরি করেছে একটি ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন৷

আইফোন ১০ নিয়ে মাতামাতিকে ব্যঙ্গ করে এ বিজ্ঞাপনে দেখানো হয়, একজন স্মার্টফোন ব্যবহারকারী একের পর এক আইফোনের নতুন মডেল ব্যবহার করে যাচ্ছে আর স্যামসাং-এর নতুন স্মার্টফোনের সাথে চলছে এর তুলনা৷

একেবারে শেষে দেখা যায়, আইফোন ১০ কিনতে দীর্ঘ লাইনের পাশ দিয়ে হেঁটে চলে যান সেই স্মার্টফোন ব্যবহারকারী৷ আর তাঁর পিছন দিকে বার্তা ফুটে ওঠে ‘আপগ্রেড টু গ্যালাক্সি'৷

বিশ্বের অন্যতম দুই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও স্যামসাং-এর রেষারেষি বেশ পুরোনো৷ নতুন এ বিজ্ঞাপনটিও এর মধ্যেই হয়েছে ভাইরাল৷ লাখ লাখ বার দেখা হয়েছে এ ভিডিওটি৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও শেয়ার হয়েছে অনেকবার৷ 

আরএন/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান