1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আঙুলই যখন তুলি

৮ নভেম্বর ২০১৮

আঙুলের ছোঁয়ায় নিমিষেই তিনি তৈরি করছেন অসাধারণ সব ছবি৷ এমন বিরল প্রতিভার ছবি আঁকার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/37rgt
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/P. Fong

শিল্পীর তুলির ছোঁয়ায় ক্যানভাস জুড়ে কত কত অসাধারণ সব ছবি মূর্ত হয়ে ওঠে৷ এমন ঘটনার সাক্ষী হয়তো অনেকেই হয়েছেন৷ কিন্তু শুধু আঙুলের ছোঁয়ায় অসম্ভব স্পষ্টতা ও নিপুণতায় একের পর এক ছবি ভেসে উঠছে ক্যানভাসে৷ এমনটি কি চোখে পড়ে?

তেমনি এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁচের ছোট ক্যানভাসে ছবি আঁকছেন৷ তবে তুলি দিয়ে নয়, আঙুলের সাহায্যে৷ একেকটা ছবি আঁকতে তাঁর এক মিনিটের মতো লাগছে৷ সেগুলো আবার ফ্রেমে করে পর্যটকদের কাছে বিক্রি করছেন তিনি৷

ফেসবুকের অনলাইন প্ল্যাটফর্ম ভাইরাল হগ ভিডিওটি প্রকাশ করেছে৷

দু'সপ্তাহ আগে প্রকাশিত ভিডিওটি এরই মধ্যে এক লাখ ছিয়াশি হাজার বার দেখা হয়েছে৷ কমেন্টও পড়ছে শত শত৷ একজন দাবি করেছেন, ঘটনাটি ইটালির রোমের৷ সেখানে রাস্তার পাশে এই লোকটি ছবি আঁকেন৷ তিনি বলেছেন, অনেকেই তাঁর আঁকার ক্ষমতা ও দক্ষতার প্রশংসা করেন, ছবি তোলেন, অনলাইনে প্রচুর লাইকও কামান৷ কিন্তু বেশিরভাগই ছবি কেনেন না৷

জেডএ/এসিবি

১৪ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...