আজকের মোটা শিশু আগামীদিনেরই হৃদরোগী
২৫ অক্টোবর ২০১০‘ক্যানাডিয়ান কার্ডিওভাসকুলার কংগ্রেস' এই গবেষণাটি করেছে৷ বয়স গড়ে তেরো বছর, এমন তেষট্টিজনের উপর গবেষণা চালান গবেষকরা৷ তাঁরা দেখেন, এইসব ছেলেমেয়ের শরীরের রক্তবহনকারী সবচেয়ে বড় ধমনিতে ভবিষ্যতে হৃদরোগ হবার লক্ষণ রয়েছে৷ ব্রিটিশ কলাম্বিয়া চিলড্রেন'স হসপিটাল টিমের গবেষকরা বলছেন, এটা হার্ট অ্যাটাকের প্রাথমিক একটা লক্ষণ৷
হৃদরোগের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হলো হৃদপিন্ডে রক্ত সঞ্চালনের ধমনিগুলোর শক্ত হয়ে যাওয়া৷ গবেষকরা আল্ট্রা সাউন্ড করে ঐ ছেলেমেয়েদের ধমনির স্থিতিস্থাপকতা পরিমাপ করেন, এর ফলে কেমন গতিতে ধমনি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে তা ডাক্তাররা সহজেই বুঝতে পারেন৷ এইসব মোটা শিশুর ধমনিতে রক্ত সঞ্চালনের গতির সঙ্গে স্বাভাবিক ওজনের শিশুদের ধমনিতে রক্ত সঞ্চালনের গতির তুলনা করে এই বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার হন তাঁরা৷
গত দু'দশকে মোটা শিশুদের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এটা ক্রমাগত বেড়েই চলেছে, যার ফলে অল্পবয়সিরা অদূর ভবিষ্যতে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো রোগের শিকার হবে৷ সাম্প্রতিক এই গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট একজন গবেষক ডা. কেভিন হ্যারিস বলছেন, ‘‘মোটা শিশুদের মধ্যে যদিও উচ্চ রক্তচাপ হওয়ার ক্ষেত্রে প্রান্তিক অবস্থা দেখা গেছে৷ কিন্তু মূলত প্রধান ধমনির শক্ত হয়ে যাওয়া হৃদরোগ ও অল্পবয়সে মৃত্যুর ঝুঁকি বাড়ায়৷'' খাদ্যাভ্যাস পরিবর্তন ক'রে এবং ব্যায়ামের মাধ্যমে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় কিনা তা নিয়ে এখন গবেষণা করছেন তিনি৷
‘কানাডিয়ান হার্ট অ্যান্ড স্ট্রোক ফাউন্ডেশন'এর ডা. বেথ অ্যাডামসান বলছেন, ‘‘আমাদের শিশুদের ভবিষ্যত স্বাস্থ্য সুরক্ষায় আমাদের জীবনচর্যা কেমন হওয়া উচিত তা নিয়ে নতুন করে ভেবে দেখার সময় এসেছে৷''
‘দ্য ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন' শিশুদের মোটা হওয়াকে ‘ জনস্বাস্থ্যের টাইম বোমা' হিসেবে উল্লেখ করেছেন৷ এই ফাউন্ডেশনের সিনিয়র কার্ডিয়াক নার্স জুন ডেভিসন বলছেন, গত বছরে দেখা গেছে, অল্পবয়সি যেসব শিশুরা স্কুলে যাওয়া শুরু করে তাদের এক পঞ্চমাংশেরই অতিরিক্ত ওজন, যা খুবই দু:খজনক এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি৷ এইসব মোটা শিশুরাই পরিণত বয়সে গিয়ে মোটা মানুষ হয় এবং পরবর্তীতে তাদের অধিকাংশেরই হৃদরোগ এবং রক্ত সঞ্চালনের গোলযোগ জনিত রোগ দেখা দেয়, যা যুক্তরাজ্যের মৃত্যুর একটা বড় কারণ৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক