1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজমের শরিফে শেখ হাসিনা

৮ সেপ্টেম্বর ২০২২

ভারত সফরের শেষদিনে আজমের শরিফ দরগাহ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার তিনি বাংলাদেশ যুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনার সন্তানদের মুজিব স্কলারশিপ দিয়েছেন। অন্যদিকে আদানি গোষ্ঠী বাংলাদেশে আরো বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

https://p.dw.com/p/4GZ9P
প্রধানমন্ত্রী হাসিনাকে গার্ড অফ অনার দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী হাসিনাকে গার্ড অফ অনার দেয়া হচ্ছে। ছবি: Adnan Abidi/REUTERS

ঢাকা ফেরার আগে রাজস্থানের আজমের শরিফ পরিদর্শন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল দশটার মধ্যেই তিনি পৌঁছে যান জয়পুর বিমানবন্দরে। তারপর সেখান থেকে আজমের যান শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করবেন । তিনি আজমের দরগাহ ঘুরে দেখবেন।

এর আগে দিল্লিতে তিনি নিজামুদ্দিন দরগাহ গেছিলেন। 

মুজিব স্কলারশিপ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশ নেয়া শহিদ ও আহত ভারতীয় সেনার পরিবারের ছেলেমেয়েদের মুজিব স্কলারশিপ দিয়েছেন শেখ হাসিনা। মোট দুইশ জন ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ দেয়া হয়। তবে মঙ্গলবার দশজনের হাতে তা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঁচশ ডলার এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এক হাজার ডলার এককালীন স্কলারশিপ দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেছেন,  ''বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের উপরে চলে গেছে। গত দশ বছরে তা আরো জোরদার হয়েছে।''

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ''বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় ভাইরা জীবন দিয়েছেন ও রক্ত দিয়েছেন। তাদের কৃতজ্ঞতা জানাই। তাদের স্মরণ করা আমাদের কাছে গর্বের।''

শেখ হাসিনা বলেন, ''নতুন প্রজন্ম বন্ধুত্বের মশাল আরো ৫০ বছর বা তার বেশি সময় ধরে এগিয়ে নিয়ে যাবে এই প্রার্থনা করি।''

আদানির প্রস্তাব

ভারত সফরের প্রথম দিনেই গৌতম আদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রথম আলোকে জানিয়েছেন, আদানি গোষ্ঠী বাংলাদেশের নৌ পরিবহন, উন্নত প্রযুক্তির জ্বালানি এবং সেবা খাতে বিনিয়োগ করতে চায়।

আদানি ইতিমধ্যেই টুইট করে জানিয়ে দিয়েছেন, ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আদানি পাওয়ার এজন্য একটি বিশেষ লাইন তৈরি করেছে।

প্রধানমন্ত্রী হাসিনাকে গৌতম আদানি জানিয়েছেন, বাংলাদেশ তাদের বন্দর ব্যবহার করতে পারে।

গৌতম আদানি অবশ্য ইতিমধ্যেই বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তিনি আরো বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)