ইউক্রেন যুদ্ধের কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ফিনল্যান্ড৷ ইউরোপীয় ইউয়নিয়নে তারাই ন্যাটোর বাইরে থাকা রাশিয়ার একমাত্র প্রতিবেশী৷ বরাবর নিরপেক্ষ নীতি বজায় রাখা দেশটি তাই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে৷ চলছে ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে আলোচনাও৷