ইউরোপের যে সব সমুদ্রসৈকতে নামে পর্যটকদের ঢল
ইউরোপের পর্যটকরা গ্রীষ্মের ছুটিতে ছোটেন সমুদ্রসৈকতের দিকে৷ ‘বিচে’ সময় না কাটালে তাঁদের ছুটি যেন পূর্ণতা পায় না৷ আর ইউরোপে আছে ১০,০০০ কিলোমিটার সমুদ্র উপকূল৷ চলুন দেখে নেই তার মধ্যে সবচেয়ে সুন্দর সমুদ্রতটগুলো৷
আলগার্ভ, পর্তুগাল
অসাধারণ পাথুরে গঠন, সোনালি বালি আর মায়াময় সব বাঁক – বলছি পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণ আলগার্ভের কথা৷ ইউরোপের যেসব এলাকায় সূর্যের আলো সবচেয়ে বেশি মেলে, তার মধ্যে পড়ে এই অঞ্চল৷ ফলে পর্যটকদের ভিড় থাকে সেখানে নিয়মিত৷
সিসিলি, ইটালি
ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ সিসিলিতে আকর্ষণীয় অনেক কিছুই রয়েছে৷ তবে দ্বীপটির বালুময় সমুদ্রতট পর্যটকদের টানে সবচেয়ে বেশি৷ আর শুধু গ্রীষ্মকালে নয়, শরৎকাল বা বসন্তেও ঘোরা যায় সেখানে৷
সাউথ আটল্যান্টিক, ফ্রান্স
হোসেগর হচ্ছে ফ্রান্সের প্রধান ‘সার্ফিং লোকেশন’৷ সেখানে ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত উঁচু হয়, যা সার্ফারদের জন্য আদর্শ৷ গত শতকের সত্তরের দশক থেকে সেখানে নিয়মিত আন্তর্জাতিক সার্ফিং মিটের আয়োজন করা হচ্ছে৷
ক্রেট, গ্রিস
গ্রিসের সবচেয়ে বড় এই দ্বীপটিতে স্ফটিকের মতো স্বচ্ছ পানির দেখা মেলে৷ আর্থিক মন্দার শিকার দেশটির জন্য পর্যটকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এমন সব সমুদ্রসৈকতের জন্যই অবশ্য আজও পর্যটকদের সেদেশে যেতে উদ্বুদ্ধ করে৷
হাইডেনসি, জার্মানি
জার্মানির উত্তর-পূর্বাঞ্চল উপকূলের এই দ্বীপটি ছুটি কাটাতে আগ্রহী পর্যটক এবং প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়৷ সেখানে ‘প্রাইভেট’ গাড়ি চলাচল নিষিদ্ধ৷ সাইকেল কিংবা ঘোড়ায় চড়ে ঘুরতে হয় সেখানে৷ তবে হাঁটতেও মানা নেই৷
ডেভোন, ব্রিটেন
ব্রিটেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের উককূল ডেভোন হালকা আবহাওয়া, বালুরতট এবং পাম গাছের জন্য বিখ্যাত৷ সার্ফাররা নিয়মিত ভিড় করেন সেখানে৷
ডালিয়ান, তুরস্ক
যাঁরা পর্যটকদের ভিড় বেশি পছন্দ করেন না, কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে যেতে চান, তাঁদের জন্য আদর্শ ডালিয়ান৷ শুধু মানুষ নয়, সামুদ্রিক কাছিমসহ বিপন্ন আরো অনেক প্রাণির দেখা মেলে এখানে৷