ইউরোপে শিরোপা জিতল এক টন ওজনের কুমড়া
১৩ অক্টোবর ২০১৭বেলজিয়ামের কৃষক মাটিয়াস ভিলেমিনসের ‘কলোজাল' মিষ্টিকুমড়াটির ওজন ১ হাজার ৮ কিলোগ্রাম৷ ৮ই অক্টোবর জার্মানির শহর লুডভিগসবুর্গ এ কুমড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিরোপা জেতেন মাটিয়াস৷ ২৪ বছর বয়সি এই কৃষকের গতবারের কুমড়াটির ওজন অবশ্য এবারের চেয়ে বেশি ছিল৷ সেবার তাঁর কুমড়ার ওজন ছিল ১ হাজার ১৯০ কেজি, যা বিশ্ব রেকর্ড গড়েছিল৷
বিশাল এই কুমড়াটি একশ দিনেরও বেশি সময় ধরে রেখে দেয়া হয়েছিল, বাড়ার জন্য৷ গ্রীষ্মে ভীষণ গরমে এটাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয়েছিল কয়েক হাজার লিটার পানি৷ দিনে এটির ওজন ৩০ কেজি পর্যন্ত বাড়তে পারে৷
এ বছরের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইটালির স্তেফানো কুতুরুপি৷ তাঁর কুমড়ার ওজন ছিল ৮৪৯ কেজি৷ আর তৃতীয় স্থান অধিকার করেছে পোল্যান্ডের এক কৃষকের মিষ্টি কুমড়া৷ ডোমিনিক কেদসিয়াকের কুমড়াটির ওজন ছিল ৮৩৬ কেজি৷
এর আগে জার্মানিতে অনুষ্ঠিত হয় বড় কুমড়ার প্রতিযোগিতা৷ সেই প্রতিযোগিতায় বিজয়ীরা ইউরোপের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ জার্মানিতে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার শিরোপা জিতেছিল বাভেরিয়ার একদল কৃষক৷ তাদের কুমড়াটির ওজন ছিল ৭৯২ দশমিক ৫ কিলোগ্রাম৷ দ্বিতীয় অবস্থানে ছিল হেসের একটি দল, তাদের কুমড়ার ওজন ছিল ৬৪৪ কেজি৷
কিন্তু এবারের কোনো কুমড়াই গতবারের কুমড়ার ওজনের কাছাকাছি যেতে পারেনি৷ গতবার জার্মানিতে যে কুমড়াটি চ্যাম্পিয়ন হয়েছিল, তার ওজন হয়েছিল ৯০১ কেজি৷ গত বছর সেই কুমড়ার জন্য পুরস্কার জিতেছিলেন পেটার বোনার্ট, যিনি এই কুমড়া ফলাতে দিনে ৬ ঘণ্টা মাঠে কাজ করতেন এবং গত কয়েক বছর ধরেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন৷ তিনি সেসময় সাংবাদিকদের বলেছিলেন, ইন্টারনেটে এ ধরনের কুমড়ার বীজ বিক্রি হয় নিলামে৷ এক একটির বীজের দাম কয়েকশ' ইউরো পর্যন্ত হয়ে থাকে৷ মে মাসে এই বীজ বোনা হয় এবং ধীরে ধীরে এটি থেকে চারা হয় এবং তা বাড়তে থাকে৷
নভেম্বরের ৫ তারিখে এই কুমড়াগুলি ছোট ছোট আকারে টুকরো করা হবে৷ এছাড়া অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হবে কুমড়া উৎসব৷
এপিবি/এসিবি (ডিপিএ)