ইটালি: বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা
ইটালির বন্যায় অন্তত ১৪ জন মারা গেছেন৷ তার ওপর ভূমিধস ও ঝড়ের কারণে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে৷
ঘরে ফেরা
ইটালির উত্তরাংশেএমিলিয়া-রোমানিয়া অঞ্চলে ভয়ঙ্কর বন্যা হয়েছে৷ এতে সেখানে থাকা অনেক ইটালিয়ান তাদের ঘরে ফিরছেন৷ এদের কারো কারো কাদায় মাখামাখি অবস্থা৷ এতটা বন্যা হবে অনেকে বিশ্বাসই করতে পারেননি৷
বন্যার্তদের পাশে দাঁড়ানো
কোথাও কোথাও বন্যার পানি সরানোসহ এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে৷ স্থানীয় পত্রপত্রিকাগুলোর খবরে দেখা গেছে, শত শত স্বেচ্ছাসেবী এই কাজে এগিয়ে এসেছেন৷
আবার ভূমিধসের আশঙ্কা
আরো বৃষ্টি হতে পারে৷ এতে বন্যা ও ভূমিধস বাড়তে পারে৷ এ অবস্থায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণে সতর্কতা জারি করেছে৷ বন্যায় এরইমধ্যে এক ডজনের বেশি মানুষ মারা যাবার খবর পাওয়া গেছে৷
সরকারি সাহায্য
বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ টুইটারে তিনি লিখেছেন, প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের জন্য সরকার প্রস্তুত৷
লোক সরিয়ে নেয়া হচ্ছে
এ যাবৎ ১০০টির মতো বিপদজনক ভূমিধসের খবর পাওয়া গেছে৷ এমিলিয়া-রোমানিয়া এলাকার দশ হাজারেরও বেশি অধিবাসীকে সরিয়ে নেয়া হয়েছে৷
নদীর পাড় ভেঙ্গেছে
প্রচণ্ড বৃষ্টিপাতে এই অঞ্চলের নদীগুলোর পানি উপচে পড়েছে৷ ২১টি নদীর পাড় ভেঙ্গে বন্যার পানিতে ৩৬টি শহর তলিয়েছে৷
গৃহপালিত পশুদের সুরক্ষা
শুধু মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, ইটালির সেনা ও কোস্ট গার্ড গৃহপালিত প্রাণীগুলোকেও নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করছে৷ কখনো কখনো হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে৷
নিখোঁজ
এখনো কারো কারো খোঁজ মিলছে না৷ বিশেষ করে রাভেনা, ফোরলি-চেজেনা, রিমিনি ও বলোনিয়া প্রদেশ বন্যায় বেশি আক্রান্ত হয়েছে৷ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন৷