1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় কারাগারে আগুন লেগে ৪১ বন্দি নিহত

৮ সেপ্টেম্বর ২০২১

ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে এক কারাগারে বুধবার ভোরে আগুন লেগে ৪১ জন বন্দি মারা গেছেন৷ জাকার্তা পুলিশের প্রধান ফাদিল ইমরান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন৷

https://p.dw.com/p/403Vk
Indonesien | Feuer im Gefängnis von Tangerang
এভাবেই বের করে নেয়া হচ্ছে মৃতদেহছবি: Dita Alangkara/AP Photo/picture alliance

কারাগারের যে ব্লকে আগুন লেগেছিল সেখানে মূলত মাদক মামলার আসামিদের রাখা হতো৷ ঐ ব্লকে ৪০ জন বন্দি রাখার সামর্থ্য থাকলেও সেখানে প্রায় ১২০ জন বন্দি ছিলেন৷

দমকল কর্মীরা রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন৷

আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে৷ তবে ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ প্রধানের মনে হয়েছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে৷

ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি রাখার অভিযোগ রয়েছে৷ এছাড়া সেখানে নিয়মিত জেল থেকে পালানোর ঘটনা ঘটে৷

Indonesien | Feuer im Gefängnis von Tangerang
কারাগারের সামনে পুলিশের পাহারাছবি: Tatan Syuflana/AP Photo/picture alliance

২০১৯ সালে সুমাত্রার এক কারাগারে দাঙ্গা ও আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১০০ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন৷

গতবছরের এপ্রিলে কারাগারে করোনা মহামারির প্রসার ঠেকাতে প্রায় ২৯ হাজার বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)