1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় হলিউডের ছবি থেকে বঞ্চিত দর্শকরা

২৯ মে ২০১১

হলিউড ছবির স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ইন্দোনেশিয়ার দর্শকরা৷ যুক্তরাষ্ট্রের মোশন পিকচার অ্যাসোসিয়েশন এমপিএ’র বয়কটের কারণে বিপাকে পড়েছেন দেশটির ছবি প্রেমিক দর্শকরা৷ এদিকে সিনেমা হলগুলোর অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে৷

https://p.dw.com/p/11Q41
ইন্দোনেশিয়ার একটি সিনেমার পোস্টারছবি: AP

গত বছরের জুন মাসে সরকার সাড়ে ২২ শতাংশ করারোপ করে সিনেমা হলগুলোতে প্রদর্শিত হলিউড ছবিগুলোর ওপর৷ আর তা নিয়েই বিরোধ বাধে মোশন পিকচার অ্যাসোসিয়েনশনের সঙ্গে৷ এরপর গত ফেব্রুয়ারি থেকে সিনেমা হলগুলোতে ছবি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয় এমপিএ৷ স্থানীয় এবং বিদেশের বি গ্রেডের ছবি দেখিয়েই এখন কোন মতে চলছে সিনেমা হলগুলো৷ ইন্দোনেশিয়ার সিনেমা কোম্পানিগুলোর ইউনিয়নের প্রধান দোনি সরফুদ্দিন জানান, সিনেমা হলগুলোতে যেসব ছবি দেখানো হয় তার অর্ধেকই আসে এমপিএ থেকে৷ এসব ছবির মধ্যে বিখ্যাত ওয়ার্নার ব্রাদার্স, ইউনিভার্সাল স্টুডিও এবং টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সে নির্মিত ছবিগুলোও রয়েছে৷ কিন্তু বয়কটের কারণে এসব ছবি দেখা থেকে বঞ্চিত হচ্ছে সিনেমা দর্শকরা৷ সিনেমা হলগুলোর শতকরা ৬০ থেকে ৭০ ভাগ আয় আসে হলিউডের ছবিগুলো দেখিয়ে, ফলে গত কয়েক মাস ধরে সিনেমা হলগুলো ব্যবসায় মার খাচ্ছে, বলে জানান দোনি সরফুদ্দিন৷ তিনি অভিযোগ করেন, সরকারের ঢিলেমির কারণে এর কোন সুরাহাও হচ্ছে না৷

কথায় আছে, কারও পৌষ মাস কারও সর্বনাশ৷ ইন্দোনেশীয় সিনেমা হলগুলোর দুরবস্থাতে এখন পাইরেসি ব্যবসার পোয়াবারো৷ সিনেমা হলে ছবি না দেখালে কী হবে, পাইরেটেড ডিভিডি তো রয়েছে৷ তাই সকলে এখন সেদিকেই ঝুঁকছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য