উরুগুয়ে হারালো মেসির আর্জেন্টিনাকে, ব্রাজিলকে হারালো কলম্বিয়া
মেসিও আর্জেন্টিনাকে জেতাতে পারলেন না। বিশ্বকাপের পর প্রথম হারলো তারা। ব্রাজিলও হেরেছে কলম্বিয়ার কাছে।
ঘরের মাঠে হার
বুয়েনস আইরেসে খেলা ছিল। ঘরের মাঠে মোসিরা জিততে পারলেন না। বৃহস্পতিবার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ে তাদের হারিয়ে দিল ২-০ গোলে। নতুন কোচ মার্সেলো বিয়েলসার প্রশিক্ষণে জ্বলে উঠলো উরুগুয়ে। ছবিতে আর্জেন্টিনার ফরোয়ার্ড মার্তিনেজকে আটকে দিচ্ছেন উরুগুয়ের মিফিলডার রডরিগো।
মেসি পারলেন না
এই ম্যচে মেসি খেলেছেন। কিন্তু উরুগুয়ের ডিফেন্স ভেঙে গোল করতে পারেননি। একটা অসাধারণ ফ্রি কিক নিয়েছিলেন। কিন্তু উরুগুয়ের গোলরক্ষকও অসাধারণ দক্ষতায় তা বাঁচিয়ে দেন। ম্যাচের পর মেসি বলেন, ''আমরা কখনোই ম্যাচে স্বচ্ছন্দ্য ছিলাম না। উরুগুয়ের টিমওয়ার্ক ভালো ছিল।''
কোচ যা বললেন
আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, ''আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বলে আমাদের যে হারানো যাবে ন, তা তো হতে পারে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের হারানো যায়।'' স্কালোনি বলেছেন, ''উরুগুয়ে ভালো খেলেছে।''
উরুগুয়ের দুই গোল
ম্যাচে ৬৩ শতাংশ বলদখল ছিল আর্জেন্টিনার কাছে। তারা গোল লক্ষ্য করে ১২টি শট মারে। উরুগুয়ে গোল লক্ষ্য করে ছয়টি শট মেরেছিল। তার মধ্যে দুইটি জালে জড়িয়ে যায়। ৪১ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ড আরাহু। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করেন নুনেজ।
তাও শীর্ষে আর্জেন্টিনা
দক্ষিণ অ্যামেরিকা থেকে বাছাইপর্বের গ্রুপে আর্জেন্টিনা এখনো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে। কলম্বিয়া নয় পয়েন্ট নিয়ে তৃতীয়, ভেনেজুয়েলা আট পয়েন্ট নিয়ে চতুর্থ ও ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
ব্রাজিল হারলো
কলম্বিয়ার কাছে হেরে গেল ব্রাজিল। চোটের জন্য খেলেননি নেইমার। তবে খেলার চার মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন মার্তিনেল্লি। কিন্তু খেলার ৭৫ ও ৭৯ মিনিটে লুইস দিয়াজ দুইটি গোল করে কলম্বিয়াকে জেতান। ছবিতে লুইস দিয়াজ।
চোটের জন্য ছিলেন না নেইমার
চোটের কারণে নেইমার এই ম্যাচ খেলতে পারেননি। তা সত্ত্বেও ব্রাজিল খারাপ খেলেনি। কিন্তু দিয়াজের পরপর দুইটি গোল কলম্বিয়াকে জিতিয়ে দেয়। ছবিতে বল দখলের লড়াইয়ে দিয়াজ।
রক্ষণ ডুবিয়েছে ব্রাজিলকে
রক্ষণই ডুবিয়েছে ব্রাজিলকে। রক্ষণের ভুলেই দুই গোল হজম করতে হয়েছে তাদের। গোল খেয়েও আক্রমণাত্মক মেজাজে খেলছিল কলম্বিয়া। তারা ব্রাজিলের গোল লক্ষ্য করে ২৩টি শট নিয়েছে।