এএফপির চোখে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের বড় ৭ অঘটন
ভারতে অনুষ্ঠানরত বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার সাউথ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস৷ ছবিঘরে এমন আরও ছয়টি অঘটনের কথা থাকছে, যেগুলোর কথা উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি৷
প্রথম ওডিআইতে জিম্বাবুয়ের জয়
১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ে তাদের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল৷ ডানকান ফ্লেচারের অপরাজিত ৬৯ রানের সুবাদে জিম্বাবুয়ে ৬০ ওভারে ২৩৯ রান তুলেছিল৷ জবাবে অস্ট্রেলিয়া ২২৬ রান তুলতে সমর্থ হয়েছিল৷ অর্থাৎ জিম্বাবুয়ে জিতেছিল ১৩ রানে৷ অস্ট্রেলিয়া দলে তখন অ্যালান বর্ডার, ডেনিস লিলি (ছবি), কেপলার ওয়েসেলস, জেফ থমসনের মতো ক্রিকেটার ছিলেন৷ বল হাতে ফ্লেচার চার উইকেট পেয়েছিলেন৷
ভারতের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া
১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত৷ বিশ্বকাপ শুরুর আগে ভারত ৯ বছর একদিনের ক্রিকেট খেলে মাত্র ১৭টিতে জয় পেয়েছিল৷ অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ছিল৷ মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শালদের বোলিংয়ে ভারত মাত্র ১৮৩ রান তুলেছিল৷ জবাবে অমরনাথ ও মদন লালের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৪০ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ ভিভ রিচার্ডস সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন৷
কেনিয়ার কাছে লারাদের হার
১৯৯৬ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করতে নেমে কোর্টনি ওয়ালশ ও রজার হার্পারের তোপের মুখে পড়ে কেনিয়া মাত্র ১৬৬ রান তুলতে পেরেছিল৷ জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ কেনিয়ার ওপেনিং বোলার রজব আলী ব্রায়ান লারাকে মাত্র ৮ রানে আউট করে দিয়েছিলেন৷ এছাড়া মরিস ওদুম্বে তিন উইকেট পেয়েছিলেন৷
আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের বিদায়
২০০৭ সালের বিশ্বকাপ থেকে পাকিস্তানকে হটিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড৷ প্রথমে ব্যাট করা পাকিস্তানকে মাত্র ১৩২ রান তুলতে দিয়েছিল আইরিশরা৷ পরে সাত উইকেটে সেই রান তুলে ফেলেছিল তারা৷ ঐদিন খেলা শেষে রাতে নিজের হোটেল রুমে মারা গিয়েছিলেন পাকিস্তানের কোচ বব উলমার৷ ছবিতে পাকিস্তানের ইউনিস খানকে আউট করার পর আইরিশদের উল্লাস করতে দেখা যাচ্ছে৷
ইংলিশদের হারিয়ে আইরিশদের অঘটন
২০১১ সালের বিশ্বকাপে আবারও আপসেট নিয়ে হাজির হয়েছিল আয়ারল্যান্ড৷ সেই বার তারা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল৷ প্রথমে ব্যাট করে ইংলিশরা ৩২৭ রান তুলেছিল৷ জবাবে কোনো রান তোলার আগেই অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে হারিয়ে ফেলেছিল আইরিশরা৷ কিন্তু পরে জ্বলে উঠেছিলেন কেভিন ও’ব্রায়ান (ছবি)৷ ১৩ চার আর ছয়টি ছয়ের সহায়তায় ৬৩ বলে ১১৩ রান করেছিলেন তিনি৷ তাই পাঁচ বল বাকি থাকতেই জিতে যায় আয়ারল্যান্ড৷
আফগানদের ইংলিশ বধ
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৪ রান তুলেছিল আফগানিস্তান৷ ওপেনার গুরবাজ ৮০ রান করেছিলেন৷ জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে ইংল্যান্ডের উইকেট পড়তে থাকে৷ রশিদ খান, মুজিব উর রহমান আর মোহাম্মদ নবীর স্পিনে সুবিধা করতে পারেনি ইংলিশরা৷ শেষ পর্যন্ত ২১৫ রানে অলআউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড৷
নেদারল্যান্ডসে ধরা সাউথ আফ্রিকা
আফগানিস্তানের পর চলতি বিশ্বকাপে আরেকটি বড় অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস৷ সাউথ আফ্রিকাকে তারা ৩৮ রানে হারিয়ে দিয়েছে৷ নেদারল্যান্ডস ২৪৫ রান করেছিল৷ স্কট এডওয়ার্ডস ৬৯ বলে ৭৮ রান করেন৷ জবাবে সাউথ আফ্রিকা ২০৭ রানে অলআউট হয়ে যায়৷ ছবিতে সাউথ আফ্রিকার মিলারকে আউট করার পর ডাচদের উল্লাস করতে দেখা যাচ্ছে৷