1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক নজরে মেকলেনবুর্গ-ফরপমার্ন

২২ মার্চ ২০১৩

এই অঙ্গরাজ্যে রয়েছে নয়নজুড়ানো খড়িমাটির দ্বীপ৷ আছে প্রাকৃতিক সৌন্দর্যের বিরাট এক ভান্ডার৷ তবে শুধু তাই নয়৷

https://p.dw.com/p/JDcf
Die Bundesstraße B96 zwischen Stralsund und Bergen (Insel Rügen), aufgenommen am Samstag (30.01.2010) bei Rambin. Der neuerliche Wintereinbruch mit bis zu 40 Zentimetern Neuschnee und meterhohen Schneeverwehungen hat in Mecklenburg-Vorpommern zu teils chaotischen Verhältnissen geführt. Betroffen sind vor allem die küstennahen Gebiete sowie die Inseln Rügen und Hiddensee. Foto: Stefan Sauer/lmv
ছবি: picture alliance / dpa

জার্মানির পূর্বাঞ্চলের পাঁচটি অঙ্গরাজ্যের একটি মেকলেনবুর্গ-ফরপমার্ন৷ এই অঙ্গরাজ্যের পশ্চিমে শ্লেসভিক হলস্টাইন এবং লোয়ার স্যাকসনি অঙ্গরাজ্য, দক্ষিণে ব্রান্ডেনবুর্গ৷ রাজ্যের উল্লেখযোগ্য বড় শহরগুলো হল- রস্টক, শোয়েরিন, নয়ব্রান্ডেনবুর্গ ও ভিসমার৷ বাল্টিক সাগরের তীরে এক গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর রস্টক৷

বাল্টিক সাগরের তীরে ৬ টি হানজা শহর

বাল্টিক সাগরের তীর ঘেঁষে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ ও উপদ্বীপ: উজেডোম, প্যোয়েল, হিডেনজে, রুগেন৷

মেকলেনবুর্গ-ফরপমার্ন অঙ্গরাজ্যে রয়েছে ৬ টি হানজা শহর: রস্টক, ভিসমার, গ্রাইফ্সভাল্ড, শ্ট্রালজুন্ড, ডেমিন, ও আনক্লাম৷ মধ্যযুগে সাগর তীরবর্তী কয়েকটি শহর রাজনৈতিক ও বাণিজ্যিক সুবিধার জন্য হানজে নামে একটি সমিতি গঠন করে৷ আর এ থেকেই হানজা শহর নামের উৎপত্তি৷

হ্রদের অঙ্গরাজ্য মেকলেনবুর্গ -ফরপমার্ন

২০০০ হ্রদ এই অঙ্গরাজ্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে৷ পর্যটকদের আকৃষ্ট করে এইসব জলাশয়৷ এই রাজ্যের অর্থনীতিতে পর্যটন শিল্পের এক বড় ভূমিকা রয়েছে৷ এছাড়া এই রাজ্যের আরও কটি প্রধান অর্থনৈতিক শাখা হল - কৃষি, বন্দর, বাণিজ্য ও জাহাজ নির্মাণশিল্প৷

মেকলেনবুর্গ অর্থ বড় দুর্গ

মেকলেন শব্দটি এসেছে মিকিল থেকে৷ আর মিকিল মানে বড়৷ বুর্গ অর্থ দুর্গ৷ একাদশ শতাব্দীতে এই অঞ্চলের এক রাজার প্রশাসনিক কেন্দ্রের নাম ছিল মিকিলিনবুর্গ৷ মধ্যযুগে অনেক রাজা রাজড়া বসবাস করতেন এই অঞ্চলে৷ এখনও অনেক রাজবাড়ি চাকচিক্য নিয়ে দাঁড়িয়ে আছে৷ কয়েকটিকে আবার রূপান্তরিত করা হয়েছে হোটেল বা মিউজিয়ামে৷

তথ্য ও উপাত্তঃ

জনসংখ্যাঃ ১৭ লক্ষ
আয়তনঃ ২৩০০০ বর্গকিলোমিটার
প্রতিষ্ঠাঃ ৩.১০.১৯৯০
প্রধান অর্থনৈতিক শাখাঃ কৃষি, পর্যটনশিল্প

মেকলেনবুর্গ-ফরপমার্ন রাজ্যের মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করেন৷ বিশেষ করে প্রবীণ ও গ্রামাঞ্চলের মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলতেই অভ্যস্থ৷

কৃষক মিশাইল কন্সটিনের ভারী বুট ও খামারে পরার পোশাক বদলানোর জন্য খুব কম সময়ই হাতে থাকে৷ মিশাইল কন্সটিন কৃষিকাজ ভালবাসেন অন্যদিকে একটি হোটেলের দায়িত্বও হাতে নিয়েছেন তিনি৷ বলা যায় মেকলেনবুর্গ -ফরপমার্নে হারিয়েছেন তাঁর হৃদয়৷
মেকলেনবুর্গীয় গ্রাম ইওরগেন্সহাগেনের একটি দৃশ্যঃ

এইমাত্র সূর্য উঠল৷ গরুর ডাক শোনা যাচ্ছে গোয়াল থেকে৷ প্রসব যন্ত্রণায় কাতর গরুটি৷ মিশাইল তাড়াতাড়ি পা চালালেন গোয়ালের দিকে৷ সস্নেহে হাত বোলালেন গরুটির গায়ে৷ কিছুক্ষণ পর জন্ম হল এক বাছুরের৷ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল মিশাইলের চোখ মুখ৷

কৃষিকাজে তাঁর প্রবল আগ্রহ
মিশাইল কন্সটিনের খামারে ৪০ জন কৃষক কাজ করেন৷ চারিদিকে দেখা যায় শস্যক্ষেত৷ ঘাসে ঢাকা মাঠ৷ চরে বেড়াচ্ছে গরু বাছুর৷ ১৫০০ এর মত গরু আছে তাঁর৷ ৫৪ বছর বয়সী কন্সটিন যখনই সময় পান তখনই খামারে এসে দেখাশোনা করেন এই প্রাণীগুলোর ৷

৭টা বাজে৷ একেবারে কাঁটায় কাঁটায় খামারে এসে পৌঁছাল দুধ নেয়ার ট্রাকটি৷ আজ ৮হাজার লিটার দুধ হয়েছে৷ কৃষক মিশাইল সন্তুষ্ট এতে৷ কিছু দূরে এক বড় দুধের কারখানায় নিয়ে যাওয়া হবে এই দুধ৷ কৃষক মিশাইলের খামারের গরুর মাংস, শস্য ইত্যাদিও প্রক্রিয়াজাত করার জন্য নিয়ে যাওয়া হয় বড় বড় কারখানায়৷

পর্যটন শিল্পেও উত্সাহ কম নয়

কৃষিকাজ ও পশুপালনের পাশাপাশি পর্যটনশিল্পেও খুব উত্সাহী মিশাইল৷ আর তাই তাঁর খামারের অদূরে একটি গ্রামীণ হোটেলের উদ্বোধন করেছেন কৃষক মিশাইল কন্সটিন৷ এখানে তিনি প্রায়ই আঞ্চলিক ভাষাসন্ধ্যা, বিয়ে বা অন্যান্য পারিবারিক উত্সবের আয়োজন করেন৷

যতদূর দেখা যায় শুধুই প্রকৃতি৷

খামারে বা হোটেলে তেমন কোনো কাজ না থাকলে মিশাইল চলে যান শিকারে৷ হরিণ, বন্য শুয়োরের গতিবিধি লক্ষ্য করেন তিনি৷ শিকার একটি প্রিয় হবি মিশাইলের৷ তাঁর মতে মেকলেনবুর্গ-ফরপমার্ন শিকারের জন্য সবচেয়ে উপযোগী জায়গা৷ পশু পাখী ছাড়াও এই অঞ্চলে রয়েছে বৈচিত্র্যপূর্ণ প্রকৃতিঃ পাহাড়, নদী, হ্রদ৷ শিকারের মঞ্চ থেকে এইসব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তিনি৷ লক্ষ্য করেন সারস ও বাজ পাখির চলাফেরা৷

মিশাইল কন্সটিন কর্মতত্পর মানুষ৷ অন্যদিকে আবার আরামপ্রিয়, রসবোধও কম নয়৷ গির্জার কোরাস গানে অংশ নেন তিনি৷ প্রয়োজনে গ্রামের মেয়রের প্রতিনিধিত্ব করেন৷ পর্যটকদের ভ্রমণের জন্য সুন্দর এক পথ তৈরির উদ্যোক্তাও তিনি৷ এই পথ দিয়ে যেতে যেতে নজরে পড়বে ছোট ছোট রোমান্টিক গ্রাম, ঝকঝকে গির্জার চূড়া, কৃষি ও গ্রামীণ যাদুঘর৷ মিশাইলের কৃষিখামারের মত আধুনিক খামারও দৃষ্টি এড়াবেনা৷

মিশাইল কন্সটিনের মতে, জার্মানির ১৬ টি অঙ্গরাজ্যের মধ্যে মেকলেনবুর্গ-ফরপমার্নই সবচেয়ে সুন্দর৷ ‘‘ঈশ্বর পৃথিবী সৃষ্টির সময় এখানেই হয়তো সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন৷'' হেসে বলেন তিনি৷