1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফপিও তুলে নিলেন গৌতম আদানি

২ ফেব্রুয়ারি ২০২৩

এফপিও তুলে নিলেন গৌতম আদানি। যারা শেয়ার কিনেছিলেন, তাদের পুরো অর্থ ফেরত দেয়া হবে।

https://p.dw.com/p/4N04N
ছবি: Indranil Aditya/ZUMA Press/picture alliance

গত ৩১ জানুয়ারি পর্যন্ত আদানিরওই এফপিও-তে শেয়ার বিক্রি হয়েছে। কিন্তু আদানি গ্রুপ নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্টের পর পরিস্থিতির আমূল পরিবর্তন হয়। গত শুক্রবার শেয়ার কেনার জন্য মাত্র এক শতাংশ আবেদনপত্র জমা পড়েছিল।

এই পরিস্থিতিতে গৌতম আদানি একটি ভিডিওবার্তায় জানিয়েছেন, ''আমাদের কাছে শেয়ারহোল্ডারদের স্বার্থ সবচেয়ে আগে। গত চার দশক ধরে তাদের আশীর্বাদকে সঙ্গী করে আমরা এগিয়েছি। যেটুকু সাফল্য পেয়েছি, তাদের জন্যই পেয়েছি। আমি চাই না, তাদের কোনো ক্ষতি হোক। তাই এফপিও প্রত্যাহার করে নিচ্ছি।''

আদানির তরফ থেকে জানানো হয়েছে, ২০ হাজার কোটি টাকার যে শেয়ার ছাড়ার কথা হয়েছিল, তাও স্থগিত রাখা হয়েছে। হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পরে আদানি গোষ্ঠী তাদের ৪১৩ পাতার জবাব দিয়েছিল। সেখানে আদানির বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভারত, দেশের প্রতিষ্ঠান এবং আর্থিক বৃদ্ধির ওপর আক্রমণ' বলেও জানিয়েছিলেন আদানিরা।

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)