1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার খড়্গপুর আইআইটিতে গবেষকের রহস্যমৃত্যু

১৮ আগস্ট ২০২৩

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে যখন উত্তাল পশ্চিমবঙ্গ, তখন খড়্গপুর আইআইটির এক গবেষকের মৃত্যু নিয়ে বিতর্ক তুঙ্গে।

https://p.dw.com/p/4VJQe
খড়্গপুরে ছাত্রমৃত্যু নিয়েও পুলিশ তদন্ত করছে। ফাইল ছবি।
খড়্গপুরে ছাত্রমৃত্যু নিয়েও পুলিশ তদন্ত করছে। ছবি: Subrata Goswami/DW

বুধবার রাতে খড়্গপুর আইআইটি-তে সূর্য দীপান নামে এক গবেষকের দেহ উদ্ধার হয়। আর কে হল থেকে তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ তার দেহ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সূর্য কেরালার ছেলে। মাস তিনেক আগে সে গবেষণার জন্য খড়্গপুরে এসেছিল। পুলিশ তার পরিবারের কাছে খবর পাঠিয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে তারা।

ফায়জান আহমেদের মৃত্যু

খড়্গপুর আইআইটিতেই মাস সাতেক আগে ফয়জান আহমেদের মৃত্যু হয়েছে। তার মৃত্যু ঘিরেও প্রচুর প্রশ্ন ছিল।

আইআইটির একটি হস্টেল থেকে ফয়জান আহমেদের দেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র।  ফয়জান আসাম থেকে এসেছিলেন।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে, র‌্যাগিংয়ের কারণেই ওই ছাত্রের মৃত্যু হয়। তারপর এই মৃত্যু নিয়ে মামলা হয়। আদালত তার দেহ আবার ময়নাতদন্তের নির্দেশ দেয়। বিরোধিতা করে রাজ্য সরকার ও আইআইটি কর্তৃপক্ষ। দীর্ঘ আইনি লড়াই চলে। 

আদালত জানিয়েছে, আইপিএস অফিসার কে জয়রামনের নেতৃত্বে তদন্ত চলবে। আদালতই তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছে। রাজ্য সরকার এর বিরোধিতা করেছিল।

যাদবপুর-কাণ্ডে আরো ধৃত

যাদবপুরে ছাত্রের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করা হয়েছে। তাদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি আছে।

গ্রেপ্তার হওয়া ছাত্র সপ্তক কামিল্যাকে যাদবপুরের হস্টেলে নিয়ে আসা হয়েছে। সেখানে সেদিনের ঘটনার পুর্নির্মাণ করা হবে। ধৃত সব ছাত্রকে মুখোমুখি বসিয়ে জেরাও করা হবে।

তবে যাদবপুরের পাশাপাশি খড়্গপুরেও একাধিক ছাত্রের রহস্যমৃত্যুর পর প্রশ্ন উঠেছে, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কতটা নিরাপদ?

জিএইচ/এসজি(পিটিআই, নিউজ১৮, দ্য ওয়াল)