1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার সাংবাদিকরাও হামলার শিকার

২৫ ডিসেম্বর ২০১৮

যমুনা টেলিভিশন এবং দৈনিক যুগান্তরের সাংবাদিকদের ওপর  সোমবার রাতে হামলা হয়েছে৷ সংবাদমাধ্যম দু'টির একই মালিক৷ আর মালিকের স্ত্রী হামলাস্থল, অর্থাৎ ঢাকার অদূরে নবাবগঞ্জে এলাকার সংসদ নির্বাচনের প্রার্থী৷

https://p.dw.com/p/3Acqn
ছবি: gemeinfrei

হামলায় জড়িতদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি৷ হামলায় দুই প্রতিষ্ঠানের অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন৷ তাঁদের ১৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ দুই প্রতিষ্ঠানের ৪০ জন সাংবাদিক  নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে সেখানকার একটি গেস্ট হাউজে অবস্থান করছিলেন৷ সশস্ত্র দুর্বৃত্তরা রাত সাড়ে ১০টা থেকে পরবর্তী এক ঘণ্টা ধরে এই হামলা চালায়৷ তারা গেস্ট হাউজও ভাঙচুর করে৷ হামলার সময় সাংবাদিকরা পুলিশের সহায়তা চেয়েও পাননি বলেও অভিযোগ উঠেছে৷ সাংবাদিকরা জানান, পুলিশ অনেক পরে এসেছে৷

যুগান্তরের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গির আলম হামলার সময় সেখানে ছিলেন৷  মঙ্গলবার বিকেলে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘দুর্বৃত্তরা চলে যাওয়ার পর আমরা রাতে আতঙ্কের মধ্যেই গেস্ট হাউজে অবস্থান করি৷ কোনো পুলিশ পাহারা ছিল না৷এখন  আমাদের গেস্ট হাউজেও এখন অবস্থান করতে দিচ্ছে না৷ প্রশাসনের পক্ষ থেকে গেস্ট হাউজের মালিকককে গেস্ট হাউজ খালি করার নির্দেশ দেয়া হয়েছে৷ আমরা গেস্ট হাউজ ছেড়ে দিচ্ছি৷ নবাবগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করব৷ তারপর সিদ্ধান্ত নেবো ঢাকায় ফিরব কিনা৷''

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান দু'টি প্রতিষ্ঠান থেকে একই আসনের নির্বাচন কাভার করতে যাওয়া ৪০ জন সাংবাদিকের ওপর এই হামলা প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই হামলা ন্যক্কারজনক এবং নিন্দনীয়৷ হামলার সময় পুলিশও সাংবাদিকদের রক্ষায় এগিয়ে আসেনি৷ রাষ্ট্রের দায়িত্ব ছিল তাঁদের রক্ষা করা এবং নিরাপত্তা দেয়া৷ সেটা দেয়া হয়নি৷ সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে৷''

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম ভুঁইয়া বলেন, ‘‘এই হামলার নিন্দা জানানোর ভাষা আমার নেই৷ সরকারের উচিত হবে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা, তাদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা৷''

নবাবগঞ্জ এবং দোহার উপজেলা নিয়ে ঢাকা-১ আসন৷ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রাহমান৷ তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি'র প্রার্থী খন্দকার আবু আশফাকের প্রার্থীতা বাতিল হয়েছে৷ মোটর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন সালমা ইসলাম৷ আরো ৫ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সালমান এফ রহমান ও সালমা ইসলামের মধ্যে৷ সালমা ইসলাম যুগান্তর এবং যমুনা টিভির মালিকের স্ত্রী৷

শফিউল আলম ভুঁইয়া

জাহাঙ্গীর আলম জানান তিনি হামলাকারীদের চিনতে পারেননি৷ ‘‘হামলাকারীরা ছিল মুখোশধারী৷ তাই আমরা দুর্বৃত্তদের চিনতে পারিনি৷ তবে ২৩ তারিখে আমরা গেস্ট হাউজে ওঠার পরই তার সামনে নৌকা প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়৷ আমাদের ধারণা ছাত্রলীগ ও যুবলীগের লোকজন হামলা চালিয়েছে৷''

তিনি আরো বলেন, ‘‘আমরা যুগান্তর ও যমুনা টিভির ৪০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজেই গিয়েছি৷ কোনো প্রার্থীর পক্ষে প্রচার বা কাজ করতে সেখানে যাইনি৷ আমাদের অফিস থেকে যেভাবে অ্যাসাইনমেন্ট দেয়, আমরা সেভাবেই কাজ করি৷ আমরা পেশাদার সাংবাদিক৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনও তো নির্বাচনি এলাকায় আছে৷''

মানবাধিকার কর্মী নূর খানের মতে, ‘‘ওখানে সালমা ইসলাম একজন প্রার্থী৷ যুগান্তর এবং যমুনা টেলিভিশনের মালিক৷ আমি জানি না একটি হাউজের এত বেশি সংখ্যক সাংবাদিক ওখানে কেন গিয়েছিলেন৷ যে কারণেই যান না কেন, রাষ্ট্রের দয়িত্ব ছিল তাঁদের রক্ষা করা৷  সংবাদ কর্মীদের যেমন স্বাধীনভাবে দায়িত্ব পালন করা উচিত, কোনো নির্দিষ্ট প্রার্থী বা দলের পক্ষে যেমন কাজ করা উচিত নয়, পাশাপাশি সংবাদকর্মীরা যখন আক্রান্ত হন, রাষ্ট্রের সবার আগে দায়িত্ব হলো তাঁদের সুরক্ষা দেয়া৷''

শফিউল আলম ভুঁইয়া বলেন, ‘‘তাঁরা যদি সাংবাদিকতার কারণে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এটা এক ধরনের বিষয়৷ আমি বলবো, তাহলে স্বাধীন সাংবাদিকতা আক্রমণের শিকার হয়েছে৷ আর তাঁরা যদি কোনো রাজনৈতিক কারণে আক্রান্ত হন বা কোনো প্রার্থীর পক্ষের লোক হিসেবে আক্রান্ত হন, তাহলে সেটা আরেকটি বিষয়৷  সেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি৷ এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে৷ তবে সেই হামলায় যারা জড়িত, তাদেরও তো গ্রেপ্তার করতে হবে৷ আইনের আওতায় আনতে হবে৷''

নূর খান

তিনি আরো বলেন, ‘‘কোনো সংবাদ প্রতিষ্ঠান যদি কোনো একটি সংসদীয় আসনের খবর কাভার করতে ৪০ জন সাংবাদিক পাঠান, তাহলে বুঝতে হবে তারা ওই আসনটিকে অতিমাত্রায় গুরুত্ব দিচ্ছেন৷ কেন দিচ্ছেন, সেটা তাদের বিষয়৷ আর সাংবাকিরা স্বেচ্ছায়, না অন্য কোনো কারণে গেছেন, তা ওই প্রতিষ্ঠানই বলতে পারবে৷ আমি বলবো, এই কারণে অন্য আসনগুলোর পাঠক বা দর্শক খবর থেকে বঞ্চিত হতে পারেন৷''

এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন নবাবগঞ্জের গেস্ট হাউসে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে৷ সংগঠন দু'টি এক বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে৷

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সাংবাদিক সমাজকেই আতঙ্কিত করে৷ সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে থাকেন৷ কিন্তু বিভিন্ন সময় তাঁদেরকে নানাভাবে হয়রানি-নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়, যেটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ৷ এর অবসান হওয়া জরুরি এবং এক্ষেত্রে রাষ্ট্র ও সরকারের দায়িত্ব নিয়ে এগিয়ে আসা উচিত৷

বিএফইউজে ও ডিইউজে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সশস্ত্র সন্ত্রাসী হামলায় ১০ জন সাংবাদিক আহত হওয়া এবং ১৮টি গাড়ি ভাংচুরের বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়৷ শুধু তাই নয়, দীর্ঘসময় ধরে চলা সন্ত্রাসী হামলার সময় স্থানীয় পুলিশের ভূমিকাও সন্দেহজনক৷ পুলিশ এ ধরনের ঘটনার সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে নিশ্চুপ ছিল বলে অভিযোগ উঠেছে৷ পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সাংবাদিক সমাজসহ জনগণের কাম্য নয়৷ পুলিশের কাজ হলো শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা৷ সেখানে পুলিশের স্থানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন রিসিভ না করা মানে সন্ত্রাসীদের প্রচ্ছন্ন সহযোগিতা করা৷ এটা কখনোই রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়৷

মোস্তফা কামাল

সর্বশেষ পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা তদন্ত করে দেখছি হামলার সাথে কারা জড়িত৷ তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে৷ আর তদন্তে এখনো আমরা ছাত্রলীগ-যুবলীগের জড়িত থাকার প্রমাণ পাইনি৷ সাংবাদিকদের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি৷ তবে তারা মামলা করবেন বলে জানিয়েছেন৷''

পুলিশ সাংবাদিকদের রক্ষায় এগিয়ে আসেনি- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘‘আমরা খবর পাওয়া মাত্রই ফোর্স পাঠিয়েছি৷ আমি একটা কাজে ঢাকায় থাকায় খবর পেতে একটু দেরি হয়েছে৷

এদিকে বাংলাদেশে নির্বাচনি প্রচারণায় বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা অব্যাহত আছে৷ কয়েকটি ঘটনায় আওয়ামী লীগের অফিসে ভাঙচুর হয়েছে৷ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১৭ জেলায় ২১ টি নির্বাচনি আসনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ ২২৬ জন আহত এবং ৪১ জন গ্রেপ্তার হয়েছে৷ হামলার শিকারদের মধ্যে বিএনপি'র একজন নারীসহ চার জন সংসদ সদস্য প্রার্থী রয়েছেন৷ এ প্রসঙ্গে

নূর খান বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় যে চার জন প্রার্থী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধাও রয়েছেন৷ এই অবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হবে৷ এক ধরনের এনার্কির আশঙ্কা আছে৷ এতে ভবিষ্যতে বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে৷''