1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসাউথ আফ্রিকা

ওয়েল্ডিং করে আসবাব তৈরি করেন নাদিয়া

৮ মার্চ ২০২৪

লোহা ও ইস্পাত মানেই কলকারখানা বা শিল্পক্ষেত্রের উপকরণ মনে হয়, যা প্রায় পুরুষদেরই একচেটিয়া জগত৷ দক্ষিণ আফ্রিকার এক নারী সেই উপকরণকে মার্জিত, পরিশীলিত আসবাব তৈরিতে কাজে লাগাচ্ছেন৷

https://p.dw.com/p/4dJIi
লোহা জোড়া দেয়ার কাজ করছেন এক ঝালাইকর্মী
নাদিয়ার তৈরি ইস্পাতের নানা আসবাব অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠছে। (প্রতীকী ছবি)ছবি: Noel Celis/AFP/Getty Images

শিল্পখাতে ব্যবহৃত ধাতু ঘরসজ্জার ক্ষেত্রেও নতুন মাত্রা আনছে৷ আসবাব ডিজাইনার ও প্রস্তুতকারী হিসেবে নাদিয়া সেরভা বলেন, ‘‘আমরা সুন্দর ঘরবাড়ি ও প্রকল্পের জন্য কাজ করি৷ বিভিন্ন নির্মাণ সাইটে আমন্ত্রণ পাই৷ মানুষ সাধারণত ওয়েল্ডার হিসেবে কোনো নারীর আশা করেন না৷ আমি হয়তো ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে মাত্র আর একজন নারীকে দেখেছি৷ তবে আমার মতে, ভবিষ্যতে আরো নারী এ ক্ষেত্রে সক্রিয় হবে৷'

অনেকের ধারণা, শক্তিশালী পুরুষরাই ওয়েল্ডিং করে থাকেন৷ সেটা সম্পূর্ণ ভুল৷ নাদিয়া ইস্পাত সম্পর্কে পুরুষালি ধারণা ভেঙে দিয়ে ইস্পাত দিয়ে পরিশীলিত সৃষ্টিকর্ম করে চলেছেন৷ স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘স্বর্ণকার হিসেবে ইস্পাতের প্রতি আমার ভালোবাসার জন্ম হয়েছে৷ ওয়েল্ডিং করে আমি গয়না তৈরি করি৷ স্কুলের গণ্ডি পেরিয়ে আমি প্রিটোরিয়া টেকনিকনে স্থাপত্য নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলাম৷ তারপর স্থপতিদের জন্য কাজ করতে গেলাম৷ উচ্চশিক্ষা ভালো লাগলেও পেশা হিসেবে আমার এই কাজ করতে ভালো লাগছিল না৷ আমি খুবই বাস্তববাদী মানুষ৷ আমি জিনিস তৈরি করতে ভালোবাসি৷ তাই আমি সেই কাজ ছেড়ে পাঁচ বছর ধরে স্বর্ণকার হিসেবে কাজ করলাম৷ আমি সত্যি জিনিস তৈরি করতে ভালোবাসি৷ তাই আমি অনেক গয়না ও অন্যান্য জিনিস সৃষ্টি করলাম৷ আঁকতে আমার খুব ভালো লাগে৷ সেলাই করতেও ভালোবাসি৷ আমার হাতদুটি ব্যস্ত থাকলেই আমি খুশি৷''

ইস্পাতের আসবাব তৈরি করছেন আফ্রিকার নাদিয়া

ইস্পাতের তৈরি তাঁর সৃষ্টিগুলি আফ্রিকার সবচেয়ে সুন্দর লজগুলিতে বাড়তি মাত্রা যোগ করছে৷ নাদিয়া সেরভা বলেন, ‘‘সম্প্রতি এক ইন্টিরিয়ার ডিজাইনারের জন্য অনেক লজে আমরা কাজ করেছি, আফ্রিকার নিজস্বতার প্রতিফলন ঘটানোই যাঁর লক্ষ্য৷ জাম্বিয়ার চিতেঙ্গে নামের সুন্দর ফেব্রিক দিয়ে হেডবোর্ড ঢাকা রয়েছে৷ জাম্বেজি জয় সোসাইটি সেই কাজ করেছে৷ সবচেয়ে সুন্দর উজ্জ্বল রংয়ের সমাহার৷ আমাদের আরেকটি প্রকল্প হলো ওকাভাংগো জলাভূমির জাও ক্যাম্প৷ স্থপতিরা আমাদের পদ্মপাতার আদলে বাথরুম ফিটিং সৃষ্টি করতে বলেছিলেন৷ ধাতুর বেসিন ও লিলি প্যাডে আমরা শিরা ওয়েল্ডিং করেছিলাম৷ সেটাই ছিল আমাদের প্রথম উদাহরণ বা নমুনা৷ তবে পরে বুঝলাম, বাথরুম পরিষ্কার রাখতে সেটা মোটেই কার্যকর হবে না৷ তারপর আমরা এক্সপেরিমেন্ট করে খোদাইয়ের কাজ করলাম৷ আমরা মূল শিরাগুলি এমন মসৃণভাবে খোদাই করলাম, যাতে তাতে বেশি নোংরা জমা না হয়৷ কারণ ভ্যানিটির মধ্যে সবকিছু বাস্তবসম্মত হতে হবে৷ সুন্দর এই ইস্পাত অত্যন্ত চিকন, মার্জিত ও হালকা দেখাচ্ছে৷ কিন্তু অত্যন্ত ভারি এই বস্তুগুলি পরিবহণ করে ঠিক জায়গায় বসানো বেশ কঠিন কাজ ছিল৷''

স্বর্ণকার থেকে লোহার ব্যাপারী হিসেবে তাঁর কোম্পানি জোহানেসবার্গের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার প্রান্তে অবস্থিত৷ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে নাদিয়া বুঝেছেন, যে মার্জিত ইস্পাতের আসবাব তাঁর হৃদয়কে স্পর্শ করে৷

লামিজ খুমালো/এসবি