কম খরচের সবচেয়ে নিরাপদ ৯ এয়ারলাইন্স
বিমানের নিরাপত্তা ও পণ্যসেবা নিয়ে রেটিং তৈরি করা সংস্থা এয়ারলাইনরেটিংস ডটকম সম্প্রতি সবচেয়ে নিরাপদ দশটি কম খরচের বিমান সংস্থার নাম প্রকাশ করেছে৷
এয়ার লিঙ্গুস
আয়ারল্যান্ডের পতাকাবাহী এই বিমানটি আইরিশ সরকার প্রতিষ্ঠা করলেও এটি এখন বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে৷ আলোচ্য তালিকায় থাকা বিমান সংস্থাগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন অপারেশনাল সেফটি অডিট’ বা আইওএসএ-র পরীক্ষা পাস করেছে৷
ফ্লাইবি
ব্রিটিশ এই বিমানসংস্থা ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন শহরের মধ্যে যাত্রী পরিবহণ করে৷ আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থা ‘আয়াটা’র সদস্য হতে হলে কোনো বিমান সংস্থাকে আইওএসএ পরীক্ষায় পাস করতে হয়৷ দুই বছর পরপর নিরাপত্তা পুনর্মূল্যায়ন করা হয়৷
ফ্রন্টিয়ার এয়ারলাইন্স
মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে এটি৷ খুবই কমখরচের এয়ারলাইন্স বলে পরিচিত এটি৷ তবে এখনও পর্যন্ত নিরাপত্তা রেকর্ড বেশ ভালো বলে জানাচ্ছে এয়ারলাইনরেটিংস ডটকম৷
জেটব্লু
এটিও যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন৷ অভ্যন্তরীণ রুট ছাড়াও মেক্সিকো, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, মধ্য ও দক্ষিণ অ্যামেরিকায় ফ্লাইট পরিচালনা করে থাকে তারা৷
জেটস্টার অস্ট্রেলিয়া/জেটস্টার এশিয়া
অস্ট্রেলিয়ার পতাকাবাহী কোয়ান্টাস এয়ারলাইন্সের মালিকানাধীন জেটস্টার অস্ট্রেলিয়া কম খরচের ফ্লাইট পরিচালনা করে থাকে৷ জেটস্টার এশিয়াও জেটস্টার অস্ট্রেলিয়ার মতো কোয়ান্টাসের মালিকানাধীন জেটস্টার গ্রুপের একটি অংশ৷ এশিয়ায় তারা ফ্লাইট পরিচালনা করে থাকে৷
থমাস কুক এয়ারলাইন্স
ব্রিটেনভিত্তিক এই বিমানসংস্থা দুনিয়াব্যাপী পর্যটকদের প্রিয় স্থানগুলোতে যাতায়াত করে৷
ভার্জিন অ্যামেরিকা
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্স ভার্জিন অ্যামেরিকাকে কিনে নিয়েছে৷ ফলে কিছুদিনের মধ্যে এই ব্র্যান্ডটি হারিয়ে যাবে৷ যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রুটে চলাচল করে এই বিমান৷
ভুয়েলিং
স্পেনের এই লো-কস্ট এয়ারলাইন ইউরোপ ছাড়াও আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা করে৷
ওয়েস্টজেট
এটি ক্যানাডার কম খরচের বিমান সংস্থা৷ ক্যানাডার অভ্যন্তরীণ রুটসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, মেক্সিকো, ক্যারিবিয়ান ও মধ্য অ্যামেরিকায় চলাচল করে এটি৷