করোনায় বিপর্যস্ত চীনের পর্যটন
ফরবিডেন সিটি সত্যিই এখন পরিত্যক্ত, চীনের প্রাচীরের অনেকাংশ বন্ধ, বন্ধ নানা বিনোদন পার্ক- সবই করোনা ভাইরাসের কারণে৷ ভিড় এড়াতে উৎসবের মৌসুমে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে৷
বিশ্বজুড়ে প্রভাব
নানা আন্তর্জাতিক অনুষ্ঠানে করোনা ভাইরাসের প্রভাব দেখা গেছে৷ হংকংয়ের বিখ্যাত চিত্রকলা প্রদর্শনী ‘দ্য আর্ট ব্যাজেল হংকং’ বাতিল করা হয়েছে৷ ৭০তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চীন ছোট পরিসরে অংশ নিয়েছে৷ বার্লিনে নিউ ইয়ার কনসার্টও বাতিল করেছে চীন৷
ফরবিডেন সিটি
সাধারণত এই সময়ে স্থাপত্যশৈলীতে বিখ্যাত বিশ্বঐতিহ্যের অংশ চীনের ফরবিডেন সিটিতে পর্যটকের ভিড় লেগে থাকে৷ কিন্তু এবার ফরবিডেন যেন সত্যি এক পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে৷
বন্ধ বিনোদন পার্ক
ডিজনিল্যান্ড সাংহাই অনির্দিষ্টকালের জন্য তাদের ‘ম্যাজিক কিংডম’ বন্ধ ঘোষণা করেছে৷ অথচ গত বছর নববর্ষে ছুটির এক সপ্তাহে চীনে পর্যটন খাতে আয় ছিল সাত হাজার ৮০০ কোটি টাকা৷
প্রবেশ নিষেধ
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে চীন একের পর এক ঐতিহাসিক স্থাপনায় প্রবেশ-নিষেধাজ্ঞা টানিয়ে দিচ্ছে৷ চীনের প্রাচীরের অনেকাংশ এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে৷
ড্রাগন নৃত্য
ছবিতে ২০১৯ সালে সেনইয়াংয়ে একটি দল ড্রাগন নৃত্য পরিবেশন করছে৷ ড্রাগন নাচের মাধ্যমে চীনে বসন্তবরণ করা হয়৷ চীনা ক্যালেন্ডারের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিন এ উৎসব হয়৷ ২৪ ফ্রেব্রুয়ারি এই উৎসব হওয়ার কথা থাকলেও এবছর তা আর হবে না বলেই ধারণা করা হচ্ছে৷
বিপদে ট্র্যাভেল ইন্ডাস্ট্রি
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সারা বিশ্বে চলাচলের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ ফলে ট্যুর অ্যান্ড ট্র্যাভেল ব্যবসায় জড়িতদের একের পর এক বুকিং বাতিল হচ্ছে৷
রেস্তোরাঁর ব্যবসায় ভাটা
কেএফসি, পিৎজা হাট বা ম্যাকডোনাল্ডসের মতো জনপ্রিয় ফার্স্টফুড চেইনের রমরমা ব্যবসা আর নেই৷ করোনা আতঙ্কে সারা বিশ্বেই পর্যটক কমেছে৷