কর্মীদের সঙ্গে মন্ত্রীর যৌন সম্পর্ক নিষিদ্ধ
২৩ ফেব্রুয়ারি ২০১৮অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গত সপ্তাহে সরকারি মন্ত্রী এবং তাদের কর্মীদের মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ করেছেন৷ টার্নবুলের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে এক কর্মীর বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের কথা ফাঁস হওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি৷
এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘৫০ বছর বয়সি উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস তাঁর ৩৩ বছর বয়সি সাবেক মিডিয়া উপদেষ্টা ভিকি কাম্পিয়নের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে এক বড় ভুল করেছেন৷'' কাম্পিয়ন এখন অন্তঃসত্ত্বা৷
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি আজ সরকারি মন্ত্রীদের ব্যবহার বিধিতে একটি ধারা যোগ করেছি, যাতে একজন মন্ত্রী, তিনি বিবাহিত বা অবিবাহিত যা-ই হোক না কেন, কোনো কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে না পারেন৷ কেউ এটা করলে তা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের শামিল হবে৷''
প্রসঙ্গত, জয়েস একজন ক্যাথলিক, যিনি নির্বাচনী প্রচারণায় বরাবরই পারিবারিক বন্ধন এবং বিবাহসহ রক্ষণশীল বিষয়াদির প্রতি জোর দিয়েছেন৷ তিনি চব্বিশ বছর ধরে বিবাহিত এবং তাঁর চার সন্তান রয়েছে৷
পরকীয়ার খবর প্রকাশের পর অবশ্য তাঁর সংসারও ভাঙতে শুরু করেছে৷ কিছুদিন আগে তিনি বাড়ি ছেড়ে তাঁর এক বড়লোক বন্ধুর দেয়া অ্যাপার্টমেন্টে উঠেছেন বলে শোনা গেছে৷ বন্ধুর কাছ থেকে এমন সুবিধা নেয়ায়ও সমালোচনার মুখে রয়েছেন তিনি৷
তবে পরকীয়া এবং অন্যান্য বিতর্ক সত্ত্বেও বার্নাবি জয়েসকে এক্ষুণি পদচ্যুত করছেন না প্রধানমন্ত্রী৷ বরং জয়েসের দল ন্যাশনাল পার্টি, যেটি বর্তমান সরকারের জোট সঙ্গী, এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় রয়েছেন তিনি৷ দেশটির সংসদে বর্তমান সরকার মাত্র একটি আসনের ব্যবধানে সংখাগরিষ্ঠ অবস্থানে রয়েছে৷ জয়েসকে পদচ্যুত করলে সরকারের এই সংখ্যাগরিষ্ঠতা শেষ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে৷
এআই/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)