1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার 'আপসাইক্লার' সোহিনী

১০ জানুয়ারি ২০২৪

দক্ষিণ কলকাতার বাসিন্দা, শান্তিনিকেতনের ছাত্রী সোহিনী গুপ্ত পড়েছেন প্রিন্ট-মেকিং নিয়ে। শিল্পী ও শিল্প-সংগ্রাহক দম্পতির সন্তান সোহিনী নিজের পরিচয় দেন একজন ‘আপসাইক্লার’ হিসেবে।

https://p.dw.com/p/4b5Zd

ব্যবহার করার পর আপাত ‘প্রয়োজন’ ফুরিয়ে গেছে যেসব কাপড়, কাগজ, বা ধাতুর, সেসব ব্যবহার করেই নতুন জিনিস তৈরি করেন সোহিনী। শিল্পমানে উন্নত, টেকসই এইসব নতুন জিনিসগুলি পরিবেশের পক্ষেও উপকারি। কারণ এগুলো তৈরি করতে নতুন করে কার্বন-নির্গমনকারী যান্ত্রিক উৎপাদন পদ্ধতির প্রয়োজন পড়ে না। ভবিষ্যতে নিজের আপসাইক্লিং-এর কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি অসংগঠিত হস্তশিল্পীদের কাজ কিভাবে আরো অনেক মানুষের কাছে পৌঁছে  দেওয়া যায় তা নিয়েও ভাবনাচিন্তা করছেন সোহিনী।