কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২
২৭ ডিসেম্বর ২০১৯কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কাছে বেক এয়ারের বিধ্বস্ত ওই বিমানের অন্তত ৬০ আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷
ওই ফ্লাইটে মোট ৯৩ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন৷ স্থানীয় সময় শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়৷ সেটি কাজাখস্তানের রাজধানী নুরসুলতানে যাচ্ছিল৷
সকাল ৭টা ০৫ এ আকাশে উড়ার কয়েক মিনিটের মাথায় বিমানটি নিচে নেমে যেতে শুরু করে এবং একটি দোতলা ভবনের সঙ্গে ধাক্কা খায়ে অন্য একটি প্রাচীরের উপর ভেঙ্গে পড়ে৷
আলমাতির গভর্নরের পক্ষ থেকে এক বিবৃতিতে অন্তত ৩৫ আরোহী আহত হয়েছেন বলে জানানো হয়েছে৷ তাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক৷ যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের ছবিতে বিমানটি ভেঙে দুই টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়৷ তবে আগুন না ধরায় অনেক যাত্রী প্রাণে বেঁচে গেছেন৷ বিমানটি মাটিতে পড়ার পর একজন ক্রু জরুরি নির্গমনের পথ খুলে দিয়ে যাত্রীদের বের করে দেন৷
বেঁচে যাওয়া এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিমানটি নিচে নামার সময় ‘বিকট শব্দ' হচ্ছিল৷
‘‘সব কিছু সিনেমার মত হচ্ছিল৷ লোকজন চিৎকার করে কাঁদছিল৷''
এক টু্ইটে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জমারাত তোকায়েভ হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি যাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন৷
এর আগে গত মার্চেও বেক এয়ারের একটি ফোকের-১০০ বিমান নুরসুলতান আন্তর্জাতিক বিমানবন্দরে ১১৬ আরোহী নিয়ে জরুরি অবতরণ করে৷ তবে সেবার কেউ হতাহত হয়নি৷
এসএনএল/কেএম (এপি, রয়টার্স)