কাতার বিশ্বকাপের যা কিছু মনে থাকবে
রোববার ফাইনালের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপ শেষ হচ্ছে৷ উত্তেজনাপূর্ণ খেলা ছাড়াও এই বিশ্বকাপকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটেছে যা সমর্থকদের মনে থাকবে৷
কাতারি পোশাকে সমর্থকেরা
কাতারি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক গুত্রা৷ এটি একধরনের হেডস্কার্ফ৷ বিভিন্ন দেশের সমর্থকদের মাথায় এটি পরতে দেখা গেছে৷ দোহার সুক ওয়াকিফে বিভিন্ন দেশের রংয়ে তৈরি গুত্রা বিক্রি হতে দেখা গেছে৷
পরনে থাউব
থাউব হলো লম্বা হাতাসহ পুরো শরীর ঢাকা সাদা একধরনের পোশাক, যা কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুরুষরা পরে থাকেন৷ বিশ্বকাপ উপলক্ষ্যে কাতারে যাওয়া অনেক সমর্থককে থাউব পরতে দেখা গেছে৷ যেমন ছবিতে ক্যানাডার সমর্থকদের দেখা যাচ্ছে৷ সঙ্গে আছে গুত্রাও৷
খোলামেলা পোশাকে ক্রোয়েশিয়ার মডেল
ক্রোয়েশিয়ার সাবেক বিউটি কুইন ও মডেল ইভানা ক্নোল খোলামেলা পোশাকে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন৷ তিনি বলেছেন, কাতারের স্থানীয়রা তাকে আশ্বস্ত করেছেন যে, তিনি যে-কোনো পোশাক পরতে পারবেন৷ অবশ্য ব্রাজিলের সঙ্গে কোয়ার্টার ফাইনালের দিন নিরাপত্তা কর্মীরা তার সঙ্গে কাউকে ছবি তুলে দেয়নি বলে জানান তিনি৷ বিশ্বকাপের সমর্থকদের শালীন পোশাক পরার অনুরোধ করেছিল কাতার৷
বাংলাদেশ নিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের টুইট
কাতার বিশ্বকাপ দেখার জন্য ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দা বসানো হয়েছে৷ সেখানে কয়েক হাজার দর্শক একসঙ্গে খেলা দেখেন৷ আর্জেন্টিনার জয়ের পর সেখানে আনন্দ-উল্লাসের ছবি আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে৷ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ১ ডিসেম্বর এমন তিনটি ছবি প্রকাশ করে টুইট করে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে৷ সঙ্গে লিখেছে, ‘‘আমাদের দলকে সমর্থনের জন্য ধন্যবাদ৷ তারা আমাদের মতোই পাগলাটে৷’’
বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার কোচের ধন্যবাদ
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের টুইটের বিষয়টি এক সংবাদ সম্মেলনে কোচ স্কালোনিকে জানানো হলে তিনি বলেন, ‘‘এসব জেনে তো খুবই ভালো লাগে৷ আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে৷ বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত৷ শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে৷’’
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হতে পারে
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো ১০ ডিসেম্বর টুইট করে জানান বাংলাদেশের সাথে বুয়েনস আইরেস নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে৷ টুইটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশে ১৯৭৮ সাল থেকে বন্ধ আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালু করার কথা ভাবছে আর্জেন্টিনা৷’’
আর্জেন্টিনার রেডিওতে বাংলাদেশের ক্রিকেট
ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের খবর দিয়ে টুইট করেছিল আর্জেন্টিনার রেডিও ‘এল দেসত্যাপে’৷ এছাড়া এক আর্জেন্টাইন নাগরিক বাংলাদেশ ক্রিকেটের সমর্থনে ফেসবুকে গ্রুপ খুলেছেন৷
ফিফার টুইটে বাংলাদেশ
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের মেসির গোল উদযাপনের একটি ভিডিও টুইট করেছিল ফিফা৷ পরে ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবিও টুইট করেছিল ফুটবলের ঐ বিশ্ব সংস্থা৷
অভিবাসী শ্রমিকদের দুরবস্থায় কাতারের সমালোচনা
কাতারে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণকাজে নিয়োজিত অনেক অভিবাসী শ্রমিককে সময়মতো বেতন না দেয়া, কম বেতন দেয়া, তাদের বাসস্থানের দুরবস্থা এবং কাজ করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু, এসব নিয়ে কাতারের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা৷ তবে কাতার বলেছে, তারা শ্রম আইনে অনেক সংস্কার এনেছে৷
হাত দিয়ে মুখ ঢেকে প্রতিবাদ
কাতারে সমকামিতা অবৈধ৷ সমকামীদের প্রতি সমর্থন জানাতে বিশ্বকাপ ম্যাচে রংধনু রংয়ের আর্মব্যান্ড পরতে চেয়েছিলেন ইউরোপের আট দেশের অধিনায়ক৷ কিন্তু সেটি করলে শাস্তির হুমকি দিয়েছিল ফিফা৷ ফিফার এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রথম ম্যাচ শুরুর আগে জার্মান দল হাত দিয়ে মুখ ঢেকে ছবি তুলেছিলেন৷
জাতীয় সংগীতে চুপ ইরানিরা
ইরানে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে দেশটির খেলোয়াড়েরা প্রথম ম্যাচে জাতীয় সংগীতের সময় ঠোঁট মেলাননি৷
বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট
প্রথম রাউন্ডে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা৷ ডাটা কোম্পানি নিলসেন গ্রেসনোট বলছে, এই হার বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আপসেট৷ এর আগের আপসেটটি ছিল ১৯৫০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয়৷ ব়্যাংকিং সিস্টেম এবং জটিল ফর্মুলা ব্যবহার করে গ্রেসনোট বলছে, মেসিদের বিরুদ্ধে সৌদি আরবের জেতার সুযোগ ছিল মাত্র ৮.৭ শতাংশ৷ আর ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের জয়ের সম্ভাবনা ছিল ৯.৫ শতাংশ৷
বাংলাদেশে মারামারি
বিশ্বকাপ এলেই বাংলাদেশে সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু করে প্রাণহানির ঘটনাও ঘটে৷ প্রথম আলো বুধবার জানিয়েছে, ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে সংঘর্ষে, পতাকা টানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন৷ এদের বেশিরভাগই কিশোর ও তরুণ৷ এছাড়া আহত হয়েছেন অন্তত ২৭ জন৷ হতাহতদের সবাই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক৷