গান শোনায় সোফা!
২ নভেম্বর ২০১৬বধিরদের গান শোনাতে কানের ককলিয়ার পর্দা ইমপ্ল্যান্ট করার একটা চল আছে পাশ্চাত্যে৷ কিন্তু না, এবার কোনোরকম অপারেশন বা ইমপ্ল্যান্ট ছাড়াই যারা কানে শুনতে পারে না, তাদের মুখে হাসি ফুটিয়েছে পাকিস্তান৷
বধির ছাত্র-ছাত্রীদের জন্য অদ্ভুত, অনিন্দ্যসুন্দর এক সোফা নিয়ে এসেছে দেশটি৷ কানে শুনতে না পারলে কী হবে, বধিরদের জন্য সংগীতকে অনুভব করার এক অভিনব পন্থা খুঁজে বের করেছে তারা৷
এই সোফায় বসে জীবনে প্রথমবারের মতো সংগীতের স্বাদাচ্ছাদন করতে পেরেছে পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা৷ কীভাবে? আসলে এ তো যে সে সোফা নয়, এই সোফায় বসানো হয়েছে ‘সেনসরি মোটর', যা দিয়ে ড্রাম বা অন্যান্য পারকাশন যন্ত্র বাজলে যে ধ্বনি বা কম্প হয়, তেমন দুলুনি সৃষ্টি হয়৷ শুধু তাই নয়, আলো এবং ভাইব্রেশনও সৃষ্টি করতে পারে ঐ মোটরগুলো৷ তাই ‘মিউজিক্যাল সোফায়' বসলেই আলো-আঁধারির মাঝে তৈরি হয় নতুন জগৎ৷ সৃষ্টি হয় ছন্দ, এমনকি সুরও৷
এই অসাধ্যসাধন করা হয়েছে চীনা প্রযুক্তির সাহায্যে৷ ‘কোক স্টুডিও' নামের একটি সংগীত প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে সোফাটি৷
ডিজি/এসিবি