1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুরস্কে রাশিয়ার ৫০ হাজার সেনা, জানালো ইউক্রেন

১৩ নভেম্বর ২০২৪

কুরস্কে লড়াই করার জন্য রাশিয়া ৫০ হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করলো ইউক্রেন।

https://p.dw.com/p/4mwn2
রশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভিডিও থেকে নেয়া এই ছবিতে দেখা যাচ্ছে, কুরস্কে রাশিয়ার সেনা এভাবে লড়াই করছে।
ইউক্রেন জানিয়েছে, কুরস্কে রাশিয়ার সেনাকে সাহায্য করছে উত্তর কোরিয়ার সেনা।ছবি: Russian Defense Ministry Press Service/AP/picture alliance

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ''দক্ষিণপশ্চিম কুরস্কে লড়াই করার জন্য রাশিয়া এই বিপুল পরিমাণে সেনা পাঠিয়েছে।''

গত অগাস্টে কুরস্কে আচমকা আক্রমণ করে ইউক্রেনের সেনা বেশ কিছুটা অঞ্চল দখল করে নেয়। তখন সেখানে ১১ হাজার রাশিয়ার সেনা ছিল বলে জানা গেছে।

জেলেনস্কি বলেছেন, ''আমাদের সেনা রাশিয়ার ৫০ হাজার সৈন্যের সফল মোকাবিলা করে যাচ্ছে।''

জেলেনস্কি যা বলেছেন, তাতে মনে হচ্ছে, রাশিয়া অন্য জায়গা থেকে সেনা সরিয়ে কুরস্কে নিয়ে এসেছে।

তবে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনে জানা গেছে, কুরস্কের জন্য রাশিয়াকে অন্য এলাকা থেকে সেনা সরিয়ে আনতে হবে না। কারণ, তারা সেখানে উত্তর কোরিয়ার সেনাকে নিয়োগ করেছে

গত জুলাই মাসে ইউক্রেনের সেনা কম্যান্ডার গার্ডিয়ানকে বলেছিলেন, ''ইউক্রেনে রাশিয়া পাঁচ লাখ ২০ হাজার সেনা পাঠিয়েছে। বছরের শেষে সেই সংখ্যা বাড়িয়ে ছয় লাখ ৯০ হাজার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।''

শিশু চিকিৎসকের জেল

রাশিয়ার সেনার সমালোচনা করার জন্য মস্কোর একটি আদালত শিশু চিকিৎসক নাদেঝদা বুয়ানোভার সাড়ে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেনার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করার জন্য তাকে এই শাস্তি পেতে হবে।

রাশিয়ার চিকিৎসকদের মধ্যে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রায় ছয় হাজার চিকিৎসক খোলা চিঠিতে সই করে তার মুক্তি চেয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সেনার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের দায়ে এক হাজার মানুষকে শাস্তি দেয়া হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে, প্রতিবাদ করার জন্য ২০ হাজার মানুষকে আটক করা হয়েছে।

বুয়ানোভার বিরুদ্ধে অভিয়োগ করেছিলেন এক নারী। তিনি তার বাচ্চাকে চিকিৎসার জন্য বুয়ানোভার কাছে নিয়ে গিয়েছিলেন। বাচ্চাটির বাবা যুদ্ধে মারা গেছেন। ওই নারীর আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, শিশু চিকিৎসক ওই ঘটনাকে 'ইউক্রেনের লেজিটিমেট টার্গেট' বলে বর্ণনা করেছেন।

বুয়ানোভা অবশ্য জানিয়েছেন, তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি।

এক হাজার দিন পূর্তি উপলক্ষে

ইউক্রেন যুদ্ধের এক হাজার দিন পূর্তি উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আগামী ১৯ নভেম্বর এই অধিবেশন হবে।

ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট রবের্তা মেতসোলা জানিয়েছেন, ডনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ইইউ জানাতে চায়, তারা ইউক্রেনের সঙ্গে আছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)