কুলতলিতে আবার ধর্ষণের ঘটনা
৩১ অক্টোবর ২০২৪আবার কুলতলি, আবার ধর্ষণ। এবার ধর্ষিতা হলেন এক মূক ও বধির নারী। দুপুরবেলা তিনি রাস্তায় বেরিয়েছিলেন। তখনই এক প্রতিবেশী তাকে রাস্তা থেকে একটি ভাঙা বাড়িতে তুলে নিয়ে যায়। সেখানেই ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ওই নারী বাড়ি ফিরছেন না দেখে পরিবারের লোকেরা খুঁজতে বার হন। ভাঙা বাড়িতে নারীর সঙ্গে ধর্ষককেও দেখতে পান তারা। ধর্ষককে সেখানে আটকে রেখে পাড়া-প্রতিবেশীদের খবর দেওয়া হয়। এরপর ওই ধর্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওই নারীর পরিবারের লোকেরা অভিযোগ করেছেন, ঘটনার পর এলাকায় পৌঁছান স্থানীয় পঞ্চায়েত প্রধান। দু'লাখ টাকা বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন তিনি। যদিও ওই নারী এবং তার পরিবার টাকা নিতে চাননি বলে জানিয়েছেন।
পঞ্চায়েত প্রধান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন সেখানে ওই নারী বা তার পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন না। তাদের ফোনে কথা হয়। এবং টাকা দেওয়ার কথা তিনি কখনোই বলেননি।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলার কথা।
প্রশ্ন উঠছে, কেন বার বার এই ধরনের ঘটনা ঘটছে কুলতলিতে। কলকাতা যখন আরজি করের ঘটনা নিয়ে উত্তাল তখন কুলতলিতেও এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটি নয় বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। কুলতলির বহু মানুষ তখন রাস্তায় নেমেছিলেন বিচার চেয়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একই ধরনের ঘটনা ঘটল। আবার সামনে এলো টাকা দিতে চাওয়ার অভিযোগ।
শুধু কুলতলি নয়, গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। কল্যাণীতে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
সাবেক আইপিএস অফিসার সন্ধি মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেছেন, ''প্রশাসন যদি এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়, তাহলে কেউ এমন ঘটনা ঘটানোর আগে দু'বার ভাববে। কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক তার উল্টো ছবিটাই দেখা যাচ্ছে।'' আক্রান্তের পরিবারকে টাকা নিয়ে মামলা মিটিয়ে নেওয়ার অভিযোগেরও কড়া সমালোচনা করেছেন সন্ধি।
এসজি/জিএইচ (পিটিআই)