1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোচ লুইস ফান খালকে তাড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ

১০ এপ্রিল ২০১১

ডাকসাইটে জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ যে ধারাবাহিক সাফল্যে অভ্যস্ত, গত কয়েক মাসে একাধিক পরাজয় সেই প্রবণতাকে থমকে দিয়েছে৷ এবার তার মূল্য চোকাতে হলো কোচ লুইস ফান খালকে৷

https://p.dw.com/p/10qpS
কোচ লুইস ফান খালছবি: dapd

রবিবার সকালে ফুটবল বিষয়ক পত্রিকা ‘কিকার' সবার আগে খবরটা জানায়৷ শনিবার স্থানীয় পর্যায়ে এক ম্যাচে বায়ার্ন ন্যুর্নব্যার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে৷ চ্যাম্পিয়নস লিগে ক্লাবের কোয়ালিফিকেশন নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে৷ অতএব সাফল্য ফিরিয়ে আনতে মরিয়া বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ৷

Jupp Heynckes und Louis van Gaal
ফান খালের সঙ্গে সম্ভাব্য নতুন কোচ ইয়ুপ হাইনকেস (ফাইল চিত্র)ছবি: picture-alliance/Pressefoto ULMER/Claus Cremer

আপাতত সহকারী কোচ আন্দ্রিয়েস ইয়ঙ্কার ফান খালের ফেলে যাওয়া কাজ সামলাবেন বলে শোনা যাচ্ছে৷ তাঁকে সাহায্য করবেন হ্যারমান গ্যারলান্ড৷ চাকরি গেছে গোলকিপিং কোচ ফ্রান্স হুক ও ফান খালের আরও দুই সহকর্মীরও৷ আপাতত গোলকিপিং কোচের দায়িত্ব পালন করেন ভাল্টার ইয়ুংহান্স৷

নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে ইয়ুপ হাইনকেস-এর নাম৷ তিনি অবশ্য চলতি মরশুমে বায়ার লেভারকুজেন-এর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন৷ আপাতত সব পক্ষই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলছে না৷

বায়ার্ন মিউনিখের খেলোয়াড় রবেন বলেন, আগামী বছর আমাদের চ্যাম্পিয়নস লিগে খেলতেই হবে এবং এর জন্য যা করার সব কিছু করতে হবে৷ তাই সহজ খেলাগুলিতে হারলে চলবে না৷ শুধু রবেন নয়, অনেক খেলোয়াড়ের মনেই টুকরো টুকরো ক্ষোভ জমে রয়েছে৷ তবে সবচেয়ে বেশি হতাশা ও ক্ষোভের কারণ চ্যাম্পিয়নস লিগের দৌড়ে ক্লাবের করুণ অবস্থা৷ জার্মান ক্লাব তালিকায় এই মুহূর্তে ৪ নম্বর স্থানে রয়েছে বায়ার্ন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: রিয়াজুল ইসলাম