কোচ লুইস ফান খালকে তাড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ
১০ এপ্রিল ২০১১রবিবার সকালে ফুটবল বিষয়ক পত্রিকা ‘কিকার' সবার আগে খবরটা জানায়৷ শনিবার স্থানীয় পর্যায়ে এক ম্যাচে বায়ার্ন ন্যুর্নব্যার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে৷ চ্যাম্পিয়নস লিগে ক্লাবের কোয়ালিফিকেশন নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে৷ অতএব সাফল্য ফিরিয়ে আনতে মরিয়া বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ৷
আপাতত সহকারী কোচ আন্দ্রিয়েস ইয়ঙ্কার ফান খালের ফেলে যাওয়া কাজ সামলাবেন বলে শোনা যাচ্ছে৷ তাঁকে সাহায্য করবেন হ্যারমান গ্যারলান্ড৷ চাকরি গেছে গোলকিপিং কোচ ফ্রান্স হুক ও ফান খালের আরও দুই সহকর্মীরও৷ আপাতত গোলকিপিং কোচের দায়িত্ব পালন করেন ভাল্টার ইয়ুংহান্স৷
নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে ইয়ুপ হাইনকেস-এর নাম৷ তিনি অবশ্য চলতি মরশুমে বায়ার লেভারকুজেন-এর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন৷ আপাতত সব পক্ষই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলছে না৷
বায়ার্ন মিউনিখের খেলোয়াড় রবেন বলেন, আগামী বছর আমাদের চ্যাম্পিয়নস লিগে খেলতেই হবে এবং এর জন্য যা করার সব কিছু করতে হবে৷ তাই সহজ খেলাগুলিতে হারলে চলবে না৷ শুধু রবেন নয়, অনেক খেলোয়াড়ের মনেই টুকরো টুকরো ক্ষোভ জমে রয়েছে৷ তবে সবচেয়ে বেশি হতাশা ও ক্ষোভের কারণ চ্যাম্পিয়নস লিগের দৌড়ে ক্লাবের করুণ অবস্থা৷ জার্মান ক্লাব তালিকায় এই মুহূর্তে ৪ নম্বর স্থানে রয়েছে বায়ার্ন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: রিয়াজুল ইসলাম