কোন শহরে কেমন শব্দদূষণ?
বিশ্বের ৫০টি শহরের প্রায় দুই লক্ষ মানুষের শ্রবণশক্তি পরীক্ষা করে একটি তালিকা তৈরি করেছে বার্লিনের কোম্পানি ‘মিমি হিয়ারিং টেকনোলজিস’৷
সবচেয়ে বেশি দূষণ গুয়াংজুতে
চীনের এই শহরে শব্দদূষণের মাত্রা সবচেয়ে বেশি বলে এক জরিপে জানা গেছে৷ বার্লিনের কোম্পানি ‘মিমি হিয়ারিং টেকনোলজিস’ বিশ্বের ৫০টি শহরের মানুষের শ্রবণশক্তি পরীক্ষা করে একটি তালিকা তৈরি করেছে৷
এরপর দিল্লি
তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ শব্দদূষণের শিকার শহর হিসেবে আছে ভারতের রাজধানীর নাম৷ ভারতেরই আরেক শহর মুম্বইয়ের নাম আছে চার নম্বরে৷
শীর্ষ দশে দু’টি ইউরোপীয় শহর
মিমি হিয়ারিং টেকনোলজিস তাদের পাওয়া তথ্যের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও নরওয়ের একটি গবেষণা সংস্থার তথ্য বিশ্লেষণ করে ‘দ্য ওয়ার্ল্ড হিয়ারিং ইন্ডেক্স’ নামের একটি তালিকা তৈরি হয়েছে৷ সেখানে সবচেয়ে বেশি দূষণের শিকার ১০টি শহরের মধ্যে ইউরোপের দু’টি শহর আছে৷ সেগুলো হচ্ছে, বার্সেলোনা (৭) আর প্যারিস (৯)৷ তালিকাটি দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
শীর্ষ দশের অন্যরা
সবচেয়ে খারাপ অবস্থার দশটি শহরের মধ্যে বাকিগুলো হচ্ছে কায়রো (৩), ইস্তাম্বুল (৫), বেইজিং (৬), মেক্সিকো সিটি (৮) ও বুয়েনস আইরেস (১০)৷
সবচেয়ে নীরব
সুইজারল্যান্ডের জুরিখ শহর শব্দদূষণের মাত্রা সবচেয়ে কম৷ এর পরেই আছে ভিয়েনা, অসলো, মিউনিখ ও স্টকহোম৷ অর্থাৎ সবচেয়ে কম শব্দদূষণ হওয়া পাঁচটি শহরই ইউরোপের৷
জার্মানির চার শহর
শব্দদূষণ সবচেয়ে কম এমন ১০ শহরের মধ্যে জার্মানির শহর আছে সর্বোচ্চ চারটি৷ তালিকায় মিউনিখ ছাড়াও আছে ড্যুসেলডর্ফ (৬), হামবুর্গ (৭) ও কোলনের (৯) নাম৷ সবমিলিয়ে ৫০টি শহরের মধ্যে জার্মানির আরও চারটি শহর রয়েছে৷ সেগুলো হচ্ছে, স্টুটগার্ট, বার্লিন, হ্যানোভার ও ফ্রাংকফুর্ট৷
তালিকায় যুক্তরাষ্ট্রের ছয়টি শহর
এর মধ্যে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় লস অ্যাঞ্জলসে (৩৩)৷ আর সবচেয়ে কম হয় পোর্টল্যান্ডে (৮)৷ বাকি শহরগুলো হচ্ছে নিউ ইয়র্ক (১৯), হিউস্টন (২১), শিকাগো (২৪) ও সান ফ্রান্সিস্কো (২৬)৷
যুক্তরাজ্যের পাঁচ
এগুলো হলো লিভারপুল (১২), গ্লাসগো (১৬), বার্মিংহাম (২৫), লন্ডন (২৭) ও ম্যানচেস্টার (৩০)৷