1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

কোভিড পজিটিভ জো বাইডেন, বাতিল সভা

১৮ জুলাই ২০২৪

নেভাদায় জনসভা করতে গিয়ে কোভিডে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট। চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের অবস্থা স্থিতিশীল।

https://p.dw.com/p/4iRYD
কোভিড পজিটিভ হওয়ার পর জো বাইডেন
জো বাইডেনছবি: Susan Walsh/AP Photo/picture alliance

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, সুস্থ না থাকলে তিনি নিজেই দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতেন। আর তার ঠিক তার পরেই কোভিডে আক্রান্ত হলেন তিনি।

বুধবার নেভাদায় জনসভা এবং প্রচারের কাজে গেছিলেন বাইডেন। সেখানে যাওয়ার পর তার কোভিড ধরা পড়ে। ফলে সভা বাতিল করে ফিরতি বিমানে উঠে পড়তে হয় তাকে। বিমানে ওঠার সময় তার মুখে মাস্ক ছিল না। সাংবাদিকদের দেখে একবার বুড়ো আঙুল তুলে ভালো থাকার সম্বোধন করেছেন তিনি। বিমানে উঠে অবশ্য মাস্ক পরেছেন বাইডেন।

নৈশভোজে বাইডেনের ট্রাম্প-কৌতুক

বাইডেনের চিকিৎসক কেভিন ও কনর জানিয়েছেন, প্য়াক্সলোভিড অ্যান্টি ভাইরাল ওষুধ দেওয়া হয়েছে বাইডেনকে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রেসিডেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

অসুস্থতা এবং রাজনৈতিক লড়াই

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিশিষ্ট ডেমোক্র্য়াট সদস্য় এবং কংগ্রেসের প্রতিনিধি অ্য়াডাম শিফ প্রকাশ্যে বলেছেন, এখনো সময় আছে, বাইডেনের উচিত নির্বাচনের ব্য়াটন অন্য় কারও হাতে তুলে দেওয়া। ট্রাম্পের বিরুদ্ধে যে লড়াই করতে পারবেন। বাইডেন শারীরিকভাবে সুস্থ নন বলে দাবি করেছেন এই ডেমোক্র্য়াট সদস্য।

বস্তুত এই প্রথম নয়। এর আগেও একাধিক ডেমোক্র্য়াট সদস্য় বাইডেনের সরে দাঁড়ানো উচিত বলে মনে করেছেন। অন্য়দিকে ট্রাম্প এবং রিপাবলিকান গোষ্ঠী প্রায় প্রতিদিনই বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। ট্রাম্প বিভিন্ন সভায় বাইডেনকে নকল করে দেখাচ্ছেন।

এই পরিস্থিতিতে বিইটি-র এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে বাইডেন বলেছেন, শারীরিকভাবে অসুস্থ থাকলে, নিজেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতেন। বাইডেনের কথায়, ''চিকিৎসক এসে যদি বলতেন আমি শারীরিকভাবে সক্ষম নই, সঙ্গে সঙ্গে মেনে নিতাম।''

সিএনএন চ্য়ানেলে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে নেমেছিলেন বাইডেন। সেখানে তার অবস্থা দেখে অনেকেই বলতে শুরু করেন, প্রেসিডেন্ট শারীরিকভাবে সুস্থ নন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)