বাংলাদেশে ক্যানসার চিকিৎসা কেমন?
৩১ মে ২০১৯এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ক্যানসার হাসপাতাল স্থাপনের চুক্তি হয়েছে বেসরকারি পর্যায়ে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়৷ এখানে দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান আইচি হসপিটাল লিমিটেড এবং এথিক্স অ্যাডভান্সড টেকনোলোজি লিমিটেড (ইএটিএল) কর্তৃপক্ষ৷ জাপান গ্রিন হসপিটাল এই যৌথ উদ্যোগের জাপানি অংশীদার৷ আইচি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উলফাৎ জামান মুন ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখানে সর্বাধুনিক প্রোটনথেরাপির মাধ্যমে ক্যানসার চিকিৎসা হবে৷ এটা বাংলাদেশের ক্যানসার চিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে৷’’ ঢাকার পূর্বাচলে এই ক্যানসার হাসপাতালের সাথে একটি নার্সিং কলেজ এবং একটি মেডিকেল টেকনোলজি রিসার্চ সেন্টারও প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি৷
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি)-র সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশে এখন ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ লাখ৷ ১ লাখ ৮ হাজার মানুষ প্রতিবছর ক্যানসারে মারা যায়৷ আর প্রতিবছর ১ লাখ ৫০ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়৷
জাতীয় ক্যানসার ইন্সটিটিউটের ২০০৬ সালে এক জরিপে দেখা গেছে, মাত্র ৪৫ হাজার রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে৷ ওই বছরে ক্যানসার আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার৷ জাতীয় ক্যানসার ইন্সটিটিউটের ক্যানসার এপিডেমোলোজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আসলে অনেক রোগীই তাঁর ক্যানসার সম্পর্কে সচেতন না৷ আবার কেউ আছেন টোটকা চিকিৎসা করান৷ আবার কেউবা জানতেই পারেন না যে, তিনি ক্যানসারের রোগী৷’’
তিনি আরো জানান, ‘‘বাংলাদেশে সরকারি পর্যায়ে ক্যানসারের মূল চিকিৎসা খরচ এক লাখ টাকার বেশি নয়৷ তবে বেসরকারি হাসপাতালে ওই চিকিৎসা নিতে কমপক্ষে ১০ লাখ টাকা খরচ হয়৷ তাই ক্যানসার চিকিৎসার আধুনিক হাসপাতাল যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন চিৎিসা সহজলভ্য করা৷’’
বাংলাদেশে সরকারি পর্যায়ে ক্যানসার চিকিৎসার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার ইন্সটিটিউট৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপতালসহ বিভাগীয় পর্যায়ের বড় বড় সরকারি হাসপাতালে আলাদা ক্যানসার বিভাগ আছে৷ জেলার সরকারি হাসপাতালগুলোতে ক্যানসার ইউনিট আছে৷ তবে এর কোনোটিই পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা কেন্দ্র নয়৷ দেশের মাত্র ১৫টি সরকারি মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিভাগ থাকলেও রেডিওথেরাপি মেশিন আছে মাত্র ৯টিতে৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিয়েশন অনকোলোজি বিভাগের সাবেক প্রধান ও ক্যানসার সোসাইটির যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক ডয়চে ভেলেকে বলেন, ‘‘দেশে ১৬০টি রেডিওথেরাপি সেন্টারের প্রয়োজন৷ আছে মোটে ২৮টি৷ আবার ওইসব সেন্টারের মেশিনগুলো চালানোর জন্য পর্যাপ্ত ও দক্ষ জনবল নেই৷’’
তিনি বলেন, ‘‘ক্যানসার চিকিৎসার তিনটি পদ্ধতি সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি৷ রেডিওথেরাপিরই আধুনিক পদ্ধতি হলো প্রোটনথেরাপি৷ জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে যে হাসপাতাল বাংলাদেশে হবে, সেটা নিশ্চয়ই প্রোটনথেরাপির মাধ্যমে চিকিৎসা দিলে ক্যানসার চিকিৎসায় আমরা আরো এগিয়ে যাবো৷ তবে এটা হতে তো সময় লাগবে৷ ওই সময়ে আমাদের ক্যানসার চিকিৎসায় যে প্রয়োজন, তা মেটাতে হবে৷ তা না হলে পরিস্থতির উন্নতি কষ্টকর৷’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশে এখন ৫০ হাজারের কিছু বেশি ক্যানসার রোগী চিকিৎসা নেন৷ বাকিরা আমাদের হেলথ সিস্টেমের মধ্যেই নেই৷ আর এই যাঁরা চিকিৎসা নিতে আসেন, তাঁদের অর্ধেকই শেষ পর্যন্ত বাঁচেন না৷ এর প্রধান কারণ হলো সঠিক সময় ক্যানসার বুঝতে না পারা, চিকিৎসা শুরু না করা৷’’
তারপরও বাংলাদেশে ক্যানসার চিকিৎসায় উন্নতি করছে বলে তিনি মনে করেন৷ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক রেডিওথেরাপি চালু হয়েছে৷ তিনি বলেন, ‘‘মানুষের শরীরে প্রায় ৩০০ রকমের ক্যানসার হয়৷ এরমধ্যে ৯০ ভাগেরই চিকিৎসা বাংলাদেশে সম্ভব৷’’ তিনি মনে করেন, দিন দিন বাংলাদেশের ক্যানসার রোগীদের বিদেশে চিকিৎসার প্রবণতা কমছে৷ এখন শতকরা ৫ ভাগের বেশি ক্যানসার রোগী চিকিৎসার জন্য দেশের বাইরে যান না৷ আর এখন ক্যানসারের ৯০ ভাগ ওষুধই বাংলাদেশের স্থানীয় ওষুধ কোম্পাগিুলো বানাচ্ছে৷ ফলে দামও কম পড়ছে৷ তবে তিনি বলেন, ‘‘এর মান কেমন, সে প্রশ্নের জবাব আমার কাছে নেই৷’’
বাংলাদেশে বেসকারি পর্যায়েও ক্যানসার চিকিৎসার উন্নতি হচ্ছে৷ তবে তা ব্যয়বহুল৷ আইচি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উলফাৎ জামান মুন জানান, জাপানের এই একই প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আরেক প্রকল্প প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা একটি মেডিকেল কলেজ হাসপাতাল করছি আশুলিয়া কামারপাড়া এলাকায়৷ এখানে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে৷ ৪-৫ মাসের মধ্যেই সেটা অপারেশনে যাবে৷ এখানে ২০ ভাগ বেড আমরা বিনামূল্যে রাখছি৷ ক্যানসার হাসপাতালেও সাধারণ মানুষ যাতে কম খরচে আধুনিক এই প্রোটনথেরাপি নিতে পারেন, তার ব্যবস্থা করব৷ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং আনবিক শক্তি কমিশনও এই প্রোটনথেরাপি নিয়ে কাজ শুরু করেছে৷’’