1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খরগোশের হাত ধরে চীনা নতুন বছর শুরু

৩ ফেব্রুয়ারি ২০১১

চীনে শুরু হল নতুন বছর৷ প্রতি বছর বিশেষ একটি প্রাণীকে গুরুত্ব দেওয়া হয়৷ এ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রাণীটি হল খরগোশ৷ ২০১১ সালকে বলা হচ্ছে খরগোশের বছর৷ তার মানে কি এই বছর কেউ জন্মালে সে সবসময় খরগোশের মত ভীতু হবে?

https://p.dw.com/p/109nd
চীনে ২০১১ সাল খরগোশের বছরছবি: picture-alliance/dpa

চীনা ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর ১২টি প্রাণীর কোনো একটিকে বেছে নেওয়া হয়৷ খরগোশ হচ্ছে এর মধ্যে চতুর্থ প্রাণী৷ তবে এই খরগোশের রয়েছে বেশ কিছু বিশেষত্ব৷ যেমন আজ ৩রা ফেব্রুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০১২ সালের মধ্যে কেউ যদি জন্মায়, তার রাশি শুধু খরগোশ হবে না, হবে ধাতব খরগোশ অর্থাৎ মেটাল ব়্যাবিট৷

China Neujahrsfest Flash-Galerie
চীনে এই বছর নববর্ষ উদযাপনছবি: AP

বেইজিং-এ আনন্দ উৎসব এবং বিভিন্ন ধরণের আতশবাজির মধ্যে দিয়ে স্বগত জানানো হয় ২০১১ সালকে, স্বাগত জানানো হয় ‘দ্য ইয়ার অফ দ্য ব়্যাবিটকে'৷ এই উৎসবে শুধু বাজির জন্যই খরচ করা হয়েছে প্রায় কুড়ি হাজার ইউয়ান৷

এবার নজর দেয়া যাক খরগোশের দিকে৷ চীনা ক্যালেন্ডারে খরগোশের সঙ্গে পাঁচটি মৌলিক বস্তু জড়িয়ে রয়েছে – পানি, কাঠ, আগুন, মাটি এবং ধাতু৷

রাশি অনুযায়ী বলা হচ্ছে, খুব শান্তভাবে কাটবে এই ২০১১ সালটি৷ কারণ গত বছরটা ছিল টান টান উত্তেজনায় ভরা৷ তাই এ বছর খুব শান্ত থাকতে হবে, অতীতের ভুলগুলোকে শুধরে নিতে হবে৷ বলা প্রয়োজন, গত বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন চীনের লিউ জিয়াবাও৷ তিনি পুরস্কার গ্রহণ করতে আসতে পারেননি অসলোয়৷ সমালোচনার মুখে পড়েছিল চীনা সরকার৷ এরপরই এসেছিল দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা৷ চীন নিঃশব্দে সমর্থন করেছিল উত্তর কোরিয়াকে৷

China Neujahrsfest Flash-Galerie
বিভিন্ন সাজে নববর্ষ উদযাপনছবি: AP

তাই এ বছরও কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে৷ তবে খরগোশ যেহেতু খুব আরামপ্রিয় প্রাণী তাই অনেকেই ঝুঁকে পড়বেন আলসেমির দিকে৷ আর্থিক দিক থেকে সবাই স্বাচ্ছন্দ্যে থাকবে৷ বিলাসিতায় সময় কাটানো যাবে৷ খুব সহজেই অন্যের মুখে হাসি ফোটানো যাবে৷

যে বা যারা এই বছরে জন্মাবে বলা হচ্ছে, তারা দীর্ঘায়ু লাভ করবে৷ চন্দ্রের খুব তীব্র প্রভাব থাকবে তাদের উপর এবং তা অবশ্যই শুভ লক্ষণ৷ আর কী? খরগোশ কীসের প্রতীক? উদারতা, শান্ত-প্রকৃতি, সদ্ব্যবহার, বিচক্ষণতা, সংবেদশীলতা এবং সৌন্দর্য্যের৷ ‘‘আমি খরগোশ পছন্দ করি না'' – এই কথা এখন পর্যন্ত কেউ বলেছে কী?

ঘুরে ফিরে এই খরগোশ গুরুত্ব পাবে আবারো ২০২৩ , ২০৩৫ এবং ২০৪৭ সালে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন