1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গভীর রাতে গ্রেপ্তার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

২৭ অক্টোবর ২০২৩

২০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর ইডি-র হাতে গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

https://p.dw.com/p/4Y5LN
গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক
গ্রেপ্তার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকছবি: Satyajit Shaw/DW

বৃহস্পতিবার দিনভর তার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সঙ্গে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলেছে। গভীর রাতে তাকে বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইডি। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঘোষণা করা হয়। বাড়ি থেকে বেরনোর সময় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, তিনি ষড়যন্ত্রের শিকার।

রেশন বন্টন মামলায় ইডি গ্রেপ্তার করেছে জ্যোতিপ্রিয়কে। এখন বনমন্ত্রী হলেও দীর্ঘদিন রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন তিনি। ইডি জানিয়েছে, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বন্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি মিলেছে। তারই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইডি জানিয়েছে, এর আগে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রাকিবুর রহমান নামে জনৈক ব্যক্তিকে। তাকে জেরা করেই এই মামলায় নাম উঠে আসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই সূত্রেই বৃহস্পতিবার ভোরে মন্ত্রীর সল্টলেকের তিনটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। প্রায় ২০ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান এবং জেরার করার পর রাত তিনটে নাগাদ জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয় ইডি দপ্তরে।

শুধু জ্যোতিপ্রিয় নয়, এদিন একই সঙ্গে মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও তল্লাশি অভিযানে যায় ইডি। তার একাধিক বাড়িতে রেড করা হয়। তবে দিনের বেলা অমিত বাড়ি ছিলেন না। বিকেলে ফেরেন। বিকেলের পরেই তার বাড়িতে তল্লাশি শুরু হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি অভিযান নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি। বলেন, ''জ্যোতিপ্রিয় সুগারের রোগী। ওর যদি কিছু হয়, তাহলে ইডি এবং বিজেপির বিরুদ্ধে এফআইআর করব।'' মুখ্যমন্ত্রীর অভিযোগ, তল্লাশির নামে বাড়িতে ঢুকে ইডি চিনি, ঘিয়ের শিশি উল্টে দেয়। নারীদের শাড়ি, জামা কাপড়ের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে। দৃশ্যত জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি অভিযান নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে বিজেপি নেতা সৌরভ শিকদার ডয়চে ভেলেকে বলেছেন, ''জ্যোতিপ্রিয় যে রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত তা নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা অভিযোগ করেছি। এতদিনে তাকে গ্রেপ্তার করা হলো। উনি তো ত্রাণের জিনিসও চুরি করেছেন। তখন কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী?''

শুক্রবার কলকাতা-সহ জেলায় জেলায়কার্নিভাল। এই দিন সমস্ত বড় দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন দেওয়া হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। কলকাতার কার্নিভালে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে জ্যোতিপ্রিয়ের গ্রেপ্তার নিয়ে মমতা কিছু বলতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, এদিন সকালে ইডির তল্লাশি শুরু হওয়ার পর জ্যোতিপ্রিয়ের বাড়ির সামনে পৌঁছে গেছিলেন তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু ইডি তাদের কাউকেই বাড়ির ভিতর ঢুকতে দেয়নি। রাতের দিকে বাড়ির সামনের ভিড় সরাতে ব্যারিকেডও লাগিয়ে দেওয়া হয়।

এসজি/জিএইচ (পিটিআই)