1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজার প্রতিবাদের প্রতিক্রিয়ায় চাকরিচ্যুত জার্মানির কর্মকর্তা

১৮ জুন ২০২৪

জার্মানির শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সরকারি কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের পক্ষ নেওয়া শিক্ষকদের তহবিল কাটা যায় কিনা, তা খতিয়ে দেখার অভিযোগ আনা হয়েছে৷

https://p.dw.com/p/4hBD1
সাবিনে ড্যোরিং
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের পক্ষ নেওয়া শিক্ষকদের তহবিল কাটা যায় কিনা তার আইনি দিক খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন সাবিনে ড্যোরিংছবি: Frederic Kern/Geisler-Fotopress/picture alliance

মে মাসের শুরুতে প্রায় দেড়শ ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে বার্লিনের ফ্রি ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি স্থানের দখল নিয়েছিল৷ এরপর পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়৷ ৭৯ জনকে সাময়িক আটক করা হয়েছিল৷

এর প্রতিবাদে বিবৃতি দিয়েছিলেন প্রায় ১০০ শিক্ষক৷ তারা শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে বলে বিবৃতিতে উল্লেখ করেছিলেন৷

এই ঘটনার পর ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের পক্ষ নেওয়া শিক্ষকদের তহবিল কাটা যায় কিনা তার আইনি দিক খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন সাবিনে ড্যোরিং৷ তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি৷ জার্মানির বিশ্ববিদ্যালয়গুলো দেখাশোনার দায়িত্বে ছিলেন ড্যোরিং৷

জার্মান প্রচারমাধ্যম এআরডি এই বিষয়ে প্রতিবেদন করার পর শিক্ষামন্ত্রী বেটিনা স্টার্ক-ভাটৎসিঙ্গার ঐ কর্মকর্তাকে চাকরিচ্যুতির অনুরোধ জানিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন৷ রোববার সন্ধ্যায় এই সংবাদটি জানাজানি হয়৷

ড্যোরিং তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

এদিকে, ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে মে মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাঠানো বিবৃতিতে ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের সন্ত্রাসী গোষ্ঠী হামাসের চালানো হামলার উল্লেখ না করার সমালোচনা করেছিলেন শিক্ষামন্ত্রী৷ রোববার আবারও তিনি সেটি উল্লেখ করেছেন৷

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যরা হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য