গাজার প্রতিবাদের প্রতিক্রিয়ায় চাকরিচ্যুত জার্মানির কর্মকর্তা
১৮ জুন ২০২৪মে মাসের শুরুতে প্রায় দেড়শ ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে বার্লিনের ফ্রি ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি স্থানের দখল নিয়েছিল৷ এরপর পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়৷ ৭৯ জনকে সাময়িক আটক করা হয়েছিল৷
এর প্রতিবাদে বিবৃতি দিয়েছিলেন প্রায় ১০০ শিক্ষক৷ তারা শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে বলে বিবৃতিতে উল্লেখ করেছিলেন৷
এই ঘটনার পর ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের পক্ষ নেওয়া শিক্ষকদের তহবিল কাটা যায় কিনা তার আইনি দিক খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন সাবিনে ড্যোরিং৷ তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি৷ জার্মানির বিশ্ববিদ্যালয়গুলো দেখাশোনার দায়িত্বে ছিলেন ড্যোরিং৷
জার্মান প্রচারমাধ্যম এআরডি এই বিষয়ে প্রতিবেদন করার পর শিক্ষামন্ত্রী বেটিনা স্টার্ক-ভাটৎসিঙ্গার ঐ কর্মকর্তাকে চাকরিচ্যুতির অনুরোধ জানিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন৷ রোববার সন্ধ্যায় এই সংবাদটি জানাজানি হয়৷
ড্যোরিং তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
এদিকে, ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে মে মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাঠানো বিবৃতিতে ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের সন্ত্রাসী গোষ্ঠী হামাসের চালানো হামলার উল্লেখ না করার সমালোচনা করেছিলেন শিক্ষামন্ত্রী৷ রোববার আবারও তিনি সেটি উল্লেখ করেছেন৷
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যরা হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)