প্রজাপতি পার্ক
৫ জুন ২০১২জলবায়ু পরিবর্তন নিয়ে আজকাল অনেক কথা হচ্ছে৷ তার প্রভাবে বাংলাদেশের মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হবে, তা থেকে মুক্তির উপায় কী, এসব নিয়ে নীতিনির্ধারকরা বেশ চিন্তিত৷ চিন্তিত পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ'ও৷ জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ মেরুর বরফ গলে যাওয়ার আশঙ্কা থাকায় সেটা বিশ্বব্যাপী কতটা প্রভাব ফেলবে সে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি সম্প্রতি অ্যান্টার্কটিকা সফর করে এসেছেন৷ আর শুক্রবার তিনি গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে প্রজাপতি গবেষণা পার্ক এর উদ্বোধন করলেন৷ সেখানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণে জীববৈচিত্র্যের নির্দেশক হিসেবে প্রজাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷
পার্কের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম এ বাশারও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানব অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে৷ আর প্রজাপতি জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্যের পরিবর্তন নির্দেশক৷ তাই এ হুমকি মোকাবেলায় প্রজাপতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম৷
ড. বাশার বলেন, বাংলাদেশে প্রায় ছয়শো প্রজাতির প্রজাপতি রয়েছে৷ তবে পার্কে দু'শো থেকে আড়াইশো প্রজাতির প্রজাপতি থাকবে৷ কেননা এটা একটা উন্মুক্ত পার্ক৷ সেখানে কোনো জাল টাঙানো হয়নি৷ তাই প্রজাপতি আসবে, যাবে৷ তিনি বলেন, ‘‘পার্কের আবহাওয়া কেমন থাকবে সেটার উপরও নির্ভর করবে প্রজাপতির উপস্থিতি৷''
তিনি বলেন, এটা একটা গবেষণা পার্ক৷ তাই আপাতত যারা বিজ্ঞানী এবং যাঁরা প্রজাপতি নিয়ে গবেষণা করতে চান তাঁরা প্রতি শুক্রবার পার্কে যেতে পারবেন৷ আর জনসাধারণের জন্য পার্ক খুলে দেয়ার সময়সীমা এখনো ঠিক হয়নি বলে জানান এই অধ্যাপক৷
২০০৭ সাল থেকে পার্ক প্রতিষ্ঠার কাজ শুরু করেন ড. বাশার৷ বন বিভাগ এজন্য ভাওয়াল উদ্যানে ১০ একর জায়গা বরাদ্দ দেয়৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী