গানে গানে কৃতজ্ঞতা
১১ জানুয়ারি ‘বিশ্ব ধন্যবাদ জ্ঞাপন দিবস’৷ এই তথ্য অনেকের অজানা হলেও ধন্যবাদ জানানোর কিছু গান বেশ পরিচিত৷ এমন গান নিয়েই এই ছবিঘর...
অ্যাবা: ‘থ্যাংক ইউ ফর দ্য মিউজিক’
সুইডেনের বিখ্যাত গানের দল ‘অ্যাবা’র গান শোনেননি এমন মানুষ পৃথিবীতে কমই আছেন৷ তাদের অন্যতম বিখ্যাত গান ‘থ্যাংক ইউ ফর দ্য মিউজিক’, ধন্যবাদ জানায় সংগীতকে৷ ১৯৭৭ সালে প্রকাশিত একটি অ্যালবামে ছিল এই গানটি৷
আরিয়ানা গ্রান্ডে: ‘থ্যাংক ইউ নেক্সট’
২০১৮ সালে ‘থ্যাংক ইউ নেক্সট’ গানটি প্রকাশ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ কন্ঠশিল্পী আরিয়ানা গ্রান্ডে৷ ভক্তমহলে এই গানের অর্থ নিয়ে নানা জল্পনা হলেও আরিয়ানা জানান, এই গান তিনি তাঁর প্রাক্তন প্রেমিকদের উদ্দেশ্যে লিখেছেন৷
বিটলস: ‘থ্যাংক ইউ গার্ল’
ষাটের দশকে ঝড় তোলা মার্কিন ব্যান্ড ‘দ্য বিটলস’-এর অন্যান্য গানের মতো জনপ্রিয় না হলেও ১৯৬৩ সালের এই গান রচনার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ৷ ব্যান্ডের পক্ষে জানানো হয়, যে সকল নারী-অনুরাগীরা তাদের প্রতিদিন হাজার হাজার চিঠি পাঠাতেন, তাদের ধন্যবাদ জানিয়েই এই গানটি রচনা করেন জন লেনন ও পল ম্যাককার্টনি৷
ব্রেন্ডা লি: ‘ডাংকে শ্যোন’
সব ধন্যবাদ জ্ঞাপনের গান হয়ত আনন্দের হয় না৷ কোনো কোনো গানে থাকে হালকা কষ্টের আভাস৷ এমনই দৃষ্টান্ত রয়েছে ষাটের দশকের কন্ঠশিল্পী ব্রেন্ডা লি’র এই গানে৷ মূল গানটি জার্মান ভাষায় রচনা করেন বের্ট ক্যাম্ফ্যার্ট৷ পরে, ১৯৬৪ সালে ইংরেজিতে গানটি প্রকাশ করেন ব্রেন্ডা৷
অ্যালানিস মরিসেট: ‘থ্যাংক ইউ’
শুধু মানুষের প্রতি নয়, বিখ্যাত কন্ঠশিল্পী অ্যালানিস মরিসেটের এই গান কৃতজ্ঞতা জানায় জীবনকে৷ প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রকাশিত এই গানটির ভিডিয়ো ২০০০ সালে গ্র্যামি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিল৷
ডি অ্যার্জটে: ‘ডাংকে ফ্যুর ইয়েডেন গুটেন মর্গেন’
১৯৯৮ সালে বার্লিনের পাংক ব্যান্ড ‘ডি অ্যার্জটে’-র এই গান যুবপ্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়৷ এই গানটি আসলে জার্মানির প্রোটেস্টান্ট মহলে পরিচিত একটি গানের বিদ্রুপ করে রচনা করা৷ ঈশ্বরের পাশাপাশি ভাত-কাপড়কেও ধন্যবাদ জানায় এই গান৷
লেড জেপেলিন: ‘থ্যাংক ইউ’
গোটা গানটিতে একবারও লেখা নেই ‘থ্যাংক ইউ’ শব্দবন্ধটি৷ কিন্তু গানের শিরোনামের সাথে সুন্দরভাবে মিলে যায় গানটির অর্থ৷ বিখ্যাত এই গানটি ব্রিটিশ ক্লাসিক রক ব্যান্ড ‘লেড জেপেলিন’-এর ১৯৬৯ সালে প্রকাশিত একটি অ্যালবামে ছিল৷
জিজি টপ: ‘আই থ্যাংক ইউ’
১৯৬৮ সালে মূল গানটি রচনা করেন মার্কিন ‘আর অ্যান্ড বি’ জুটি স্যাম ও ডেভ৷ ১১ বছর পর, ১৯৭৯ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড জি জি টপ এই গানটি নতুন করে প্রকাশ করে৷ গানটি জিজি টপ-এর অন্যতম পরিচিত গান৷