1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেম অফ থর্নসের স্ক্রিপ্ট চুরি!

৯ আগস্ট ২০১৭

গেল সোমবার হ্যাকারদের একটি গ্রুপ অনলাইনে দাবি করেছে যে, তারা নিউ ইয়র্ক ভিত্তিক জনপ্রিয় মুভি চ্যানেল হোম বক্স অফিস বা এইচবিও-এর বেশ কিছু ফাইল চুরি করেছে৷ এগুলো ছাড়িয়ে নেয়ার জন্য কয়েক মিলিয়ন ডলার দাবি করেছে তারা৷

https://p.dw.com/p/2hul3
ছবি: picture alliance/dpa/R. Utrecht

অর্থ না দেয়া হলে একটি টেলিভিশন সিরিজের পুরোটাই ইন্টারনেটে ছেড়ে দেবার হুমকি দেয়া হয়েছে৷ একইসঙ্গে এগুলোর সত্ত্ব সংশ্লিষ্ট বেশ কিছু নথিও ফাঁস করে দেবার হুমকি দেয়া হয়েছে৷

ধারণা করা হচ্ছে, হ্যাকার দলটি ব্যাপক জনপ্রিয় সিরিজ ‘গেম অফ থর্নস’-এর পাঁচটি এপিসোডের ড্রাফট স্ক্রিপ্ট চুরি করেছে৷ এর মধ্যে সামনেই আসছে এমন একটি পর্বও আছে৷

এছাড়া এইচবিও-র ফিল্ম প্রোগ্রামিং ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট লেসলি কোহেনের ই-মেল অ্যাকাউন্ট থেকে এক মাসের ই-মেল চুরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

সত্ত্ব সংশ্লিষ্ট তথ্য চুরির বিষয়টি আগেই প্রকাশ করেছিল এইচবিও কর্তৃপক্ষ৷ চোরদের ধরতে এখন পুলিশ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে কাজ করার কথা জানিয়েছে নেটওয়ার্কটি৷

হ্যাকাররা ‘মি. স্মিথ’ নামে অনলাইনে এইচবিও সিইও রিচার্ড প্লেপলারের কাছে একটি বার্তা পাঠায়৷ কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা অক্ষরে তারা একটি আল্টিমেটাম দেয় সেই ভিডিওতে৷

সংক্ষেপে যা ছিল সেই বার্তায় তা হল, তিন দিনের মধ্যে তাদের ছয় মাসের ‘বেতন’ পরিশোধ করতে হবে৷ তাদের দাবি, বিভিন্ন কোম্পানিকে ব্ল্যাকমেল করে গ্রুপটি বছরে ১ কোটি ২০ লাখ থেকে প্রায় দেড় কোটি ডলার আয় করে৷

সে হিসেবে ছ'মাসের জন্য অন্তত ৬০ লাখ ডলার বা ৪ হাজার ৮০০ কোটি টাকা দিতে হবে এইচবিওকে৷ তবে এই অর্থ দিতে হবে বিটকয়েনে৷

অর্থ না দিলে যে এইচবিও শো ও অন্যান্য নথি সম্বলিত যে দেড় টেরাবাইট তথ্য তারা চুরি করেছে বলে দাবি করেছে, তা প্রকাশ করে দেয়ার হুমকি দিয়েছে৷ তারা সরাসরি কোম্পানিটির সিইও রিচার্ডের সঙ্গেই যোগাযোগ চালাবে বলে জানিয়েছে৷

ছ'মাসের চেষ্টায় এইচবিও নেটওয়ার্কের এই তথ্য চুরি করা হয়েছে বলে দাবি করেছে হ্যাকাররা৷

এর আগেও একবার জ্যাপানিজ নেটওয়ার্ক সোনি-র তথ্য চুরি হয়েছিল ২০১৪ সালে৷ ধারণা করা হয়, উত্তর কোরিয়ার একটি গ্রুপ হ্যাকিংয়ে জড়িত ছিল

সে সময় সোনি-র ৫০ হাজার বর্তমান ও সাবেক কর্মচারী ও কলাকুশলীর বেতন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ই-মেল ও আরো অনেক সংবেদনশীল তথ্য ফাঁস করা হয়েছিল৷

হ্যাকার গ্রুপটি এইচবিও-কে তাদের ১৭তম টার্গেট হিসেবে দাবি করেছে এবং বলেছে, আগের ১৬টির মধ্যে তিনটি কোম্পানি অর্থ পরিশোধে অস্বীকৃতি জানিয়েছিল৷

জেডএ/ডিজি (এপি, এএফপি)