‘গোল্ডেন বেয়ার’ পেল তুর্কি ছবি ‘বাল’
২১ ফেব্রুয়ারি ২০১০বার্লিনে পোলানস্কির জয়জয়কার সত্ত্বেও বেআইনি যৌনতার অভিযোগে সুইজারল্যান্ডে নিজের ছোট কুটিরে গৃহবন্দি থাকায় উৎসবে অনুপস্থিত তিনি৷ ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে যৌনতার অভিযোগে এই দশা তাঁর৷ বিচারে দোষী সাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে পোলানস্কিকে৷ পোলানস্কির পক্ষে ‘সিলভার বেয়ার' পুরস্কারটি গ্রহণ করেছেন ঐ ছবির প্রযোজক অ্যালেন সারডে৷ সারডে বলেন, ‘‘আমি নিশ্চিত যে, রোমান খুবই খুশি হবেন৷'' ‘‘অবশ্য আমি যখন তাঁর জন্য আক্ষেপ করছিলাম যে, তিনি আমাদের সাথে এই উৎসবে থাকছেন না, তখন তিনি বলেছিলেন, আমি যেতে পারলেও ঐ উৎসবে যেতাম না কারণ আমি এরকমই একটি উৎসবে পুরস্কার নিতে গিয়েই কারাগারে নিক্ষিপ্ত হয়েছি,'' জানান সারডে৷
বার্লিনে অনুষ্ঠিত ১১ দিনের এ উৎসবই এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ বলিউডের শাহরুখ খান থেকে শুরু করে বিশ্বের নামিদামি তারকারা হাজির হয়েছিলেন এই উৎসবে৷ কলকাতার ম্যাক্স ম্যুলার ভবনের শীর্ষস্থানীয় কর্মকর্তা রাজু রমন এই বছরের ‘গোল্ডেন বেয়ার' পদক জয়ী ছবি ‘বাল' সম্পর্কে বলেন, ‘‘‘বাল' ছবিটা যেটা বার্লিনালে‘তে গোল্ডেন বেয়ার পেয়েছে, সেটার ইংরেজি নাম ‘হানি'৷ অনেকদিন বাদে এমন একটা ছবি দেখলাম৷ আজকাল এমন একটা প্রবণতা হয়ে গেছে যে, হলিউডকে নকল করা ফাস্ট পেস ছবি৷ তার মধ্যে একটা খুব ধীরে সুস্থ পেসের একটা ছবি, একটা কাব্যিক ব্যাপার ছবির মধ্যে দেখতে পারলাম৷ বাবা-ছেলের গল্প৷ ছেলের কিছুটা মুদ্রাদোষ আছে এবং সে তার ট্রমার মধ্য দিয়ে এগুচ্ছে৷ মৌচাকে মধু সংগ্রহ করতে যাবেন বাবা৷ সে গাছ থেকে পড়ে গেছে৷ যেমন সুন্দরভাবে শুরু করল, ঠিক তেমনিভাবেই শেষ করল ছবিটা৷ আমার মনে হয়, বহুদিন বাদে এমন একটা লিরিক্যাল, কাব্যিক ছবি দেখতে পেয়েছি৷ আমি খুবই খুশি হয়েছি যে, এই ছবিটা গোল্ডেন বেয়ার পেয়েছে৷''
এই বছর রানার-আপ পদকটি পেয়েছে রোমানিয়ার ‘ইফ আই ওয়ান্ট টু হুইসেল, আই হুইসেল'৷ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে যৌথভাবে ‘সিলভার বেয়ার' পদক পেলেন রুশ নাটক ‘হাউ আই এন্ডেড দিস সামার' এর গ্রিগরি ডব্রিগিন এবং সের্গেই পুসকেপালিস৷ একই নাটকের ক্যামেরাম্যান পাভেল কস্টোমারভ শ্রেষ্ঠ শৈল্পিক অর্জনের জন্য পেয়েছেন ‘সিলভার বেয়ার'৷ অন্যদিকে, যুদ্ধ বিরোধী নাটক ‘ক্যাটারপিলার'-এ অভিনয়ের জন্য জাপানের শিনোবু টেরাজিমা পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার৷ আজ রবিবার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসব বার্লিনালে‘র৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী