ঘাস খেল সিংহ!
৩০ আগস্ট ২০১৯বিজ্ঞাপন
সেই বনের রাজা সিংহ শিকার বাদ দিয়ে ঘাস খাচ্ছে- এমন কথা শুনে কী চমকে উঠবেন আপনি?
হ্যাঁ, ভারতের গুজরাটের আমরেলি জেলার খাম্বা বনাঞ্চলে এমনই ঘটনা ঘটেছে৷ একটি সিংহের ঘাস খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আপাত দৃষ্টিতে সিংহের ঘাস খাওয়ার বিষয়টি আপনাকে অবাক করে দিলেও এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বন্য বিড়ালদের ঘাস খাওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়৷
সেতরঞ্জি রেঞ্জের উপ-বন সংরক্ষণকারী সন্দীপ কুমার বলেছেন, পেট খারাপ হলে বন্য বিড়ালরা বমি করার জন্য ঘাস খায়৷ কারণ তারা যে কাঁচা মাংস খায় কখনও কখনও তা তাদের হজমে ঝামেলা করে৷
এসআই/ (টাইমস অব ইন্ডিয়া)