চ্যাম্পিয়ন্স লিগ: লিঁয়’র বিরুদ্ধে জয় পেলো বায়ার্ন মিউনিখ
২২ এপ্রিল ২০১০খেলায় দুই দলের শক্তিমত্তার দিক থেকে যদি বলতে হয় তাহলে বলতেই হবে সেয়ানে সেয়ানে লড়াই৷ ৯০ মিনিটের এই খেলায় জয় কিন্তু এসেছে বায়ার্ন মিউনিখের৷ খেলার ৬৯ মিনিটে আরিয়েন রবেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন৷ এর ফলে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল এই দলটি৷
নানা ঘটনায় গত বুধবার রাতের ম্যাচটি ছিল মনে রাখবার মতো৷ কারণ, দুই দলকেই খেলতে হয়েছে ১০ জন নিয়ে৷ না শুরু থেকে নয়! শুরুতে দুই দলেই ছিল এগার জন করে খেলোয়াড়৷ ৩৭ মিনিটের মাথায় বিপজ্জনক খেলা খেলতে গিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় বায়ার্নের অন্যতম খেলোয়াড় ফ্রাংক রিবেরি'কে ৷ এর আগে ১৬ মিনিটে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেয়া হয় ড্যানিয়েল প্রানজিচকে৷ কিন্তু অলিম্পিক লিয়ঁ গোল না পেয়ে যেন শক্তি প্রয়োগ করতে থাকে৷ তখন বার্য়ানের ১০ জন আর লিয়ঁ তাদের ১১ জন খেলোয়াড় মাঠ দাবড়ে বেড়াচ্ছিল৷ ৫১ মিনিটে একটি বিপজ্জনক ফাউল করায় জেরোমি তুলালাঁকে প্রথমে দেখানো হয় হলুদ সংকেত৷ এরপরও তিনি ছিলেন বেপরোয়া৷ আর এরই মাসুল গুনতে হলো অলিম্পিক লিয়ঁ এর এই খেলোয়াড়কে ৫৪ মিনিটের মাথায়৷ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে৷
অবশ্য ক্রীড়া বিশ্লেষকরা দুই দলের কাউকেই ছাড় দিতে নারাজ৷ তারা বলেছেন, দুই দলই খেলার ছন্দময় কৌঁশল দেখানোর পরিবর্তে শারিরীক শক্তির নানা কৌঁশল দেখিয়েছে৷ বলে রাখা ভালো চাম্পিয়ন্স লিগের নিয়ম অনুসারে আগামী ২৭ এপ্রিল দুই দল আবার মুখোমুখি হবে৷ সেই খেলার ভেন্যু অলিম্পিক লিয়ঁর নিজস্ব মাঠে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: রিয়াজুল ইসলাম