জর্জিয়ায় ১১ ভারতীয়ের মৃতদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৪১১ জন ভারতীয়ই ভারতীয় এক রেস্তোরাঁয় কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে৷
জর্জিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
জর্জিয়ার সংবাদমাধ্যম জানায়, রাজধানী টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যে বিবৃতি দিয়ে গভীর শোক ব্যক্ত করেছে৷
বিবৃতিতে বলা হয়, ‘‘টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গুদাউরিতে ১১জন ভারতীয় নাগরিকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ৷ তাদের পরিবারের জন্য রইলো আমাদের গভীর সমবেদনা৷ স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে আমরা বর্তমানে মরদেহগুলি দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি৷ পরিবারের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়৷''
কী ঘটেছিল সেই স্কি-রিসর্টে?
ককেশাস পর্বতমালার দক্ষিণের শহর গুদাউরি স্কি করার জন্য বিখ্যাত৷ সেই রিসর্টের একটি ভারতীয় খাবারের রেস্টুরেন্টে কাজ করতেন নিহত ভারতীয়রা৷ সোমবার জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রেস্টুরেন্টের তৃতীয় তলার একটি ডরমিটরিতে নিহতদের মরদেহ পাওয়া যায়৷ তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না৷
পাশের আরেকটি ঘরে একটি জেনারেটর চলছিল বলে জানায় পুলিশ৷ পুলিশ এখনও মৃত্যুর কারণের বিষয়ে নিশ্চিত না হতে পারলেও, রেস্টুরেন্টের কর্মচারীদের ধারণা, জেনারেটর থেকে বেরোনো কার্বন মনোক্সাইডের ধোঁয়ার কারণেই প্রাণ হারিয়েছেন এই ১২জন৷
বিগত কয়েক বছরে বহু ভারতীয় জর্জিয়ায় এসেছেনউচ্চশিক্ষা লাভের জন্য, যাদের মধ্যে অনেকেই পড়াশোনার পাশাপাশি কাজও করেন৷
এসএস/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)