1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু কর্মীদের ‘শাস্তির’ কথাও বললেন জার্মান মন্ত্রী

১৩ জুন ২০২৩

লাস্ট জেনারেশন নামের একটি সংগঠনের প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক চটেছেন জার্মান পরিবহণমন্ত্রী ফলকার ভিসিং৷ তাদের কর্মীদের সঙ্গে বৈঠকের আর কোনো কারণ দেখছেন না তিনি৷

https://p.dw.com/p/4SWpT
লাস্ট জেনারেশন নামের একটি সংগঠনের প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক চটেছেন জার্মান পরিবহণমন্ত্রী ফলকার ভিসিং৷
জার্মান পরিবহণমন্ত্রী ফলকার ভিসিংছবি: Odd Andersen/AFP/Getty Images

‘‘আমি এই কূটকৌশলকে অগ্রহণযোগ্য, অসহনীয় এবং অপরাধ হিসেবে বিবেচনা করছি৷ এবং আমার মতে আইনের সব শক্তি ব্যবহার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিত,'' নর্থ সি দ্বীপ স্যুল্টের এক প্রতিবাদ কর্মসূচির দিকে ইঙ্গিত করে মঙ্গলবার টি-অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি৷

পর্যটকদের কাছে জনপ্রিয় দ্বীপটিতে সপ্তাহান্তে একটি ব্যক্তিগত উড়োজাহাজের উপর হলুদ রং ছেটান জলবায়ু প্রতিবাদকারীরা৷ সেখানকার একটি পাঁচ তারকা হোটেলেও রং ছেটান তারা৷ 

লাস্ট জেনারেশন অ্যাক্টিভিস্ট গ্রুপের সদস্যরা আগেই ঘোষণা দিয়েছিলেন যে তারা মূলত ধনীদের টার্গেট করবেন৷ কারণ, তারা মনে করেন যে জলবায়ু বিপর্যয় মূলত ‘‘ধনীদের কারণে ঘটছে৷''

লাস্ট জেনারেশন প্রতিবাদকারীরা রাস্তায় নিজেদেরকে আঠা দিয়ে আটকে রাখা, হাইওয়ে ব্রিজ থেকে রশি বেয়ে ওঠানামা, এবং বিভিন্ন বিখ্যাত চিত্রকর্মে খাবার নিক্ষেপ করার মতো নানা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে বিপুল বিতর্ক সৃষ্টি করেছে৷ 

প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জার্মানিকে আরো সক্রিয় করতে চায় গোষ্ঠীটি৷

ভিসিং অবশ্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করেন বলে জানিয়েছেন৷

তবে, এই অ্যাক্টিভিস্টরা সীমা লঙ্ঘন করেছে বলে মনে করেন তিনি, কেননা তারা মানুষ এবং সম্পদের প্রতি সহিংস আচরণ করেছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের সাংবিধানিক রাষ্ট্রে জোরজবরদস্তি, ভাঙচুর কিংবা কারো সম্পদের ক্ষতি করার মতো অপরাধের সঙ্গে জড়িত যে কেউ, যিনি তা করার পর কোনো অনুশোচনাও দেখান না, তাদের অপরাধ আইনের আওতায় কৃতকর্মের দায়দায়িত্ব বহন করতে হবে৷''

তিনি গতমাসে লাস্ট জেনারেশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেছিলেন৷ 

পরিবহণমন্ত্রী বলেন, ‘‘আমি লাস্ট জেনারেশনের সঙ্গে আর কোনো আলোচনা করতে চাই না৷''

জলবায়ু কর্মীদের এই কর্মকাণ্ডের সমালোচকরাও তাদের কড়া শাস্তির আহ্বান জানিয়েছেন৷ তবে, জার্মানির বিচারমন্ত্রী মার্কো ব্যুশমান অবশ্য জানান যে, এজন্য নতুন করে কোনো কড়া নিয়ম করার দরকার আছে বলে তিনি মনে করেন না৷ বরং প্রচলিত অপরাধ আইনেই এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি নিশ্চিত সম্ভব মনে করেন বিচারমন্ত্রী৷

এআই/এসিবি (ডিপিএ)